থাইল্যান্ড ও হংকং ম্যাচের জন্য দল ঘোষণা করে দিলেন ম্যানোলো মার্কুয়েজ। সুযোগ পেলেন মোহনবাগানের সুহেল ভাট। ১৯ মে থেকেই কলকাতায় অনুশীলন চালাচ্ছে ভারতীয় ফুটবল দল। বলা ভালো আবাশিক শিবির মতোই হচ্ছে কলকাতায়। আসলে ভারতীয় ফুটবল দলের সাম্প্রতিক পারফরমেন্স একদমই ভালো নয়। বাংলাদেশের মতো আপাত নিরীহ দলের বিরুদ্ধেও সুনীলরা জিততে পারেননি আগের ম্যাচে। শিলংয়ে ম্যাচ করা হয়েছিল, যাতে একটু বেশি উচ্চতায় গিয়ে বাংলাদেশের ফুটবলারদের খেলতে অসুবিধা হয়। কিন্তু হামজা চৌধুরীরা সেদিন যে ফুটবলটা খেলেছিলেন, তাতে বোঝা যাচ্ছিল না যে তাঁরা অ্যাওয়ে ম্যাচে খেলছে না ভারত। কারণ ঘরের মাঠে যে আধিপত্য বা ছন্দ দেখানোর কথা ছিল ব্লু টাইগার্সদের, তার ছিটে ফোটাও দেখা যায় নি।
সামনে রয়েছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলবে ভারত। তাঁর আগে থাইল্যান্ড সফরের ২৮ জনের ভারতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করে দিলেন কোচ ম্যানোলো মার্কুয়েজ। বুধবারই জানালেন নিজের পছন্দের স্কোয়াড। বুধবার রাতেই এই স্কোয়াড ভারত ছেড়ে থাইল্যান্ডে যাবে। সেখানে ৪ তারিখ বিকেল ৬টায় প্রীতি ম্যাচ খেলবে সুনীলরা। সেই ম্যাচের পরের দিনই অর্থাৎ ৫ জুন ভারতীয় ফুটবল দল রওনা দেবে থাইল্যান্ড থেকে হংকংয়ের উদ্দেশ্যে। সেখানেই এএফসি এশিয়ান কাপ ২০২৭-র কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডের ম্যাচ রয়েছে ভারতের। পূর্ব এশিয়ার দলটির বিরুদ্ধে ১০জুন বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচ।
কলকাতায় ছয় দিনের পূর্ণ অনুশীলনে ছিল জিম সেশন এবং মাঠে নেমে বল পায়ে অনুশীলনও। এরপর মে মাসের ২৬ এবং ২৭ তারিখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ভারতীয় ফুটবল দল। এর মধ্যে সোমবার সন্তোষ ট্রফিজয়ী বাংলার দলের বিরুদ্ধে ২-১ গোলে জেতে সুনীলরা। সেই ম্যাচে ব্র্যান্ডন ফার্নান্দেজ এবং আশিক কুরুনিয়ান গোল করেন। এরপর মঙ্গলবার নর্থ ২৪ পরগনার বিরুদ্ধে ৩-০ গোলে জেতে মার্কুয়েজের দল। সুনীল ছেত্রী, চিংলেনসানা সিং এবং উদান্তা সিং গোল করেন।
ভারতের ২৮ জনের স্কোয়াড-
গোলরক্ষক-
বিশাল কাইথ, অমরিন্দর সিং,ঋত্বিক তিওয়ারি, গুরমিত সিং
ডিফেন্ডার-
নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আনোয়ার আলি, থাংজাম বরিস সিং, সন্দেশ ঝিংগান, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং, অভিষেক সিং
মিডফিল্ডার-
সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, আয়ুষ ছেত্রী, উদান্তা সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেজ, নীখিল প্রভু
ফরওয়ার্ড-
সুনীল ছেত্রী, এডমুন্ড লালরিনডিকা, মনবীর সিং, সুহেল ভাট, লালিয়ানজুনয়ালা ছাংতে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।