বিনোদন জগতে কাস্টিং কাউচের গল্প আর নতুন কী! এবার এমনই এক অদ্ভুত ঘটনার কথা সামনে আনলেন 'গল্লি বয়'-এর 'রাজিয়া আহমেদ' অর্থাৎ অভিনেত্রী অমরুতা সুভাষ। দুই প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। এর মধ্যে একটি অমরুতা যখন নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, তখনকার ঘটনা। অমরুতার আরও অভিযোগ, একজন নাটকের বড় প্রযোজক তাঁকে অশালীনভাবে স্পর্শ করেন। আরেকবার গভীর রাতে তাঁকে মদ্যপানের জন্য অমরুতাকে ডেকে পাঠিয়েছিলেন আরও এক প্রযোজক।
সম্প্রতি জুমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিষয়টি প্রকাশ্যে এনেছে অমরুতা। তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল?
অমরুতা বলেন, ‘আমি তখন নাটক করতাম। একবার এক নাটকের প্রযোজক আমায় ডেকে পাঠালেন। আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম তাই হয়তো আমার টপটা একটু উপরে উঠেছিল... বুঝলাম কোমরের কাছে একটা হাত এগিয়ে এসেছে। আমি তখনই ঘুরে দাঁড়ালাম, তিনি অনেক বড় প্রযোজক ছিলেন। আমি ওঁর দিকে তাকিয়ে বললাম, আপনি এইমাত্র কী করলেন? এটা কী? প্রযোজক বলেন, আমার টপটা উঠেছিল তাই…। আমি তৎক্ষণাৎ বললাম, এটা আপনার এক্কেবারেই করা উচিত হয়নি। ওখানে আপনার স্পর্শ করার সাহস কীভাবে হয়?’
অমরুতা জানান, ওই প্রযোজক বহুদিন ধরে কাজ করছেন, বয়স্ক এবং বেশ পরিচিত মুখ। তবে এরপরেও এর ফলাফল কী হবে তা নিয়ে মাথা ঘামাননি অমরুতা। সকলেই ভেবেছিলেন অমরুতার কাজ চলে যাবে। তবে অমরুতা কথায়, ‘আমি তাঁদের বললাম, জাহান্নামে যাক’। তাঁর কথায়, তিনি নিজেই যদি নিজের জন্য প্রতিবাদ না করেন, তাহলে আর কে করবে!
কথায় কথায় আরও একটা এমনই ঘটনার কথা মনে পড়ে যায় অমরুতার। বলেন, একজন বর্ষীয়ান সিনেমার পরিচালক তাঁকে গভীর রাতে মদ্যপানের জন্য ডেকে পাঠান। অভিনেত্রী তখন নির্ভয়ে তাঁর ঘরের দরজা ঠেলে ঢুকে পড়েন। বলেন, ‘স্যার, আপনি তো আমার বাবার বয়সী। আপনি আমাকে এসব কী বলছেন? আপনার সমস্যাটা কোথায়?’
অভিনেত্রী জানান, তিনি ঠান্ডা মাথায় চোখে চোখ রেখে কথাগুলি বলছিলেন এবং নিজের নিরাপত্তার জন্য জোরে জোরে কথাগুলি বলছিলেন এবং নিরাপত্তার স্বার্থে দরজা খোলা রেখেছিলেন তিনি।
প্রসঙ্গত অমরুতা সুভাষকে খুব শীঘ্রই 'চিড়িয়া' ছবিতে দেখা যাবে।