বুধবার সকালে মাতৃত্বের সুখবর ভাগ করে নিলেন 'নিমফুলের মধু'র ‘মৌমিতা’ অর্থাৎ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বারের জন্য মা হলেন তিনি। 'নিমফুলের মধু'র অভিনেত্রীর ছেলে হল না মেয়ে?
এবার মেয়ের কোলে ছেলে হল মানসীর। ছেলের জন্মের খবর বুধবার সমাজমাধ্যমের পাতায় একটি ফোটো কার্ড শেয়ার করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। ফোট কার্ডটিতে ছিল নীল রঙে আঁকা একটা হার্ট, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চার একজোড়া পায়ের ছাপ। সঙ্গে লেখা ‘ইটস অ্যা বেবি বয়।’ অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
আগে থেকেই মানসী জানিয়ে ছিলেন যে ১৯ মার্চ তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। সেই অনুযায়ী বুধবার সকালে সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নেন অভিনেত্রী। তবে তাঁর সন্তান জন্মের ক্ষেত্রে বেশ কিছু রিস্ক ছিল। তাই চিকিৎসকরা শুরু থেকেই ভীষণ সাবধানে থাকতে বলেছিলেন নায়িকাকে। তবে সোমবার আচমকা অসুস্থ হয়ে পড়ায় তিনি আগে থেকেই হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন। পরে অভিনেত্রী নিজেই সেই খবর ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। আর আজ তাঁর কোল আলো করে এল ছেলে।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। কারণ মাঝে একটা সময় শোনা গিয়েছিল তাঁর স্বামীর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছে। তা নিয়ে অভিনেত্রী নিজেও যথেষ্ঠ অপকট ছিলেন। তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন যে, তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল ঠিকই, তবে মেয়ের কথা ভেবে তাঁরা আবার সবটা ঠিক করে নিয়েছেন। তারপরই তাঁরা দ্বিতীয় সন্তানের জন্য পরিকল্পনা করেছেন।
আরও পড়ুন: গ্লাসের হ্যান্ডব্যাগে জীবন্ত মাছ! ফিল্মফেয়ারে মনামীকে দেখে 'উরফি' বলল নেটপাড়া
আসলে নায়িকা অনেক অল্প বয়সে তাঁর প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন। তার উপর তাঁর মেয়েও সময়ের আগেই জন্মেছিল। গর্ভস্থ সন্তান পা ছুড়ে পেটে ধাক্কা দেওয়ার মতো কোনও অনুভূতি মানিসী সেই সময় উপভোগ করতে পারেননি। তাই দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে তাঁর বড় মেয়ের বয়স আট।
তবে মানসীর স্বামীকে তাঁর সঙ্গে সেভাবে খুব একটা দেখা যায় না। আড়ালেই থাকেন তিনি। এমনকী সাধের অনুষ্ঠানেরও কেবল অভিনেত্রী বাপের বাড়ির লোকজনই হাজির ছিলেন। তাতে আরও বেশি করে নায়িকাকে বিতর্কের মুখে পড়তে হয়। কিন্তু কেন দেখা যায়নি স্বামীকে তাও মানসী জানিয়েছিলেন। তিনি জানান, সাধের অনুষ্ঠানে ছেলেরা থাকেন না, তাঁর বাবাও উপস্থিত ছিলেন না, তাই সেখানে স্বামীকে কীভাবে থাকতে বলেন। আর তাঁর শ্বশুর-শাশুড়ি অল্প বয়সে মারা গিয়েছেন, তাই শ্বশুরবাড়ির পক্ষ থেকে তাঁর এই বিশেষ অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকতে পারেননি।
গর্ভাবস্থার বেশ অনেকটা সময় পর্যন্ত তিনি ‘নিম ফুলের মধু’তে কাজ করেছিলেন। তবে শেষ দিকে তিনি সরে যান। তারপর চুটিয়ে মাতৃত্বকালীন ছুটি উপভোগ করেন। তবে মাঝে মাঝেই মনের টানে মেগার বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতেন। জি বাংলার সোনার সংসারেও নায়িকাকে দেখা গিয়েছিল। মানসী সেনগুপ্তকে তাঁর ছেলের জন্মের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে।