মালাইকা অরোরা তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় খবরের শিরোনামে থেকেছেন। মালাইকা এর আগে আরবাজ খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। তাঁদের একটি ছেলেও রয়েছে। তবে বিয়ের কয়েক বছর পর তাঁদের দু'জনের সম্পর্কে চিড় ধরে। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। বিবাহ বিচ্ছেদের পর মালাইকা এবং অর্জুন কাপুর সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু কয়েক বছর পর তাঁদের সম্পর্কও ভেঙে যায়। গুঞ্জন শোনা যাচ্ছে মালাইকা নাকি আবার প্রেমে পড়তে চান, একথা কি সত্যি? এই বিষয়ে অভিনেত্রী মুখ খুললেন।
মালাইকাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কি আবার প্রেমে পড়তে চান, এর উত্তরে তিনি পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'কখনও না বলা উচিত নয়। আমি একজন হার্ডকোর রোম্যান্টিক মানুষ, আমি প্রেমে বিশ্বাস করি, তাই কখনও না বলা উচিত নয়।'
আরও পড়ুন: 'ধূমকেতু' জ্বরে কাঁপছে বাংলা! দেব-শুভশ্রীর ছবি দ্বিতীয় দিনে কত কোটি আয় করল?
এরপর মালাইকাকে জিজ্ঞাসা করা হয়, তিনি নতুন প্রজন্মকে কী বার্তা চান? সে প্রসঙ্গে বলেন, ‘বিয়ের জন্য সময় নিন। মেয়েরা বুঝতে শিখুন এত তাড়াতাড়ি বিয়ে করার কোনও প্রয়োজন নেই। কিছু কাজ করা শুরু করুন প্রথমে, নিজেকে স্বাধীন করুন, নিজের পায়ে দাঁড়ান। জীবনকে বুঝুন, দেখুন। আমি যখন বিয়ে করি তখন আমি খুব ছোট ছিলাম।’
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে অভিনব উদ্যোগ শার্লির! 'জীবনের আসল মর্ম…', বউয়ের প্রশংসায় পঞ্চমুখ অভিষেক
মালাইকার করিনা এবং করিশ্মার সঙ্গে ভালো বন্ধুত্ব আছে। সেই প্রসঙ্গেও তিনি কথা বলেন। তিনি বলেন যে, ‘আমরা সবসময় একে অপরের পাশে থাকি। যখন ওঁদের আমার প্রয়োজন হয়, আমি সেখানে থাকি এবং যখন আমাকে ওঁদের প্রয়োজন হয়, ওঁরা সেখানে চলে আসেন।’ মালাইকা আরও বলেন, ‘যদি আপনারা কঠিন সময়ে একে অপরের সঙ্গে থাকেন, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমরা সবসময় একে অপরের সঙ্গে থাকি। সব কিছু ঠিক আছে কিনা তা দেখি।'
মালাইকার কথা বলতে গেলে, তিনি অনেক শোতে অতিথি হিসেবে উপস্থিত হন, তাঁর নিজস্ব ফিটনেস সেন্টার আছে এবং এর বাইরেও তাঁর একটি রেস্তোরাঁও রয়েছে।