সদ্যই সূচনা হয়ে গেল ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। গোয়ায় এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন ইনফরমেশন এবং ব্রডকাস্টিং মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের স্বনামধন্য অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সেখানেই তাঁকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।
ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত মাধুরী
গত ৩৮ বছর ধরে বলিউডের সঙ্গে যুক্ত রয়েছেন মাধুরী। বলিউডে তাঁর বিশেষ অবদানের কারণে তাঁকে এই বিশেষ সম্মান দেওয়া হয়। মঞ্চে এই পুরস্কার নিতে এসে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেত্রী।
ভারতীয় সিনেমায় বিশেষ অবদান রাখার জন্য এই পুরস্কার নিতে উঠে মাধুরী আবেগপ্রবণ হয়ে বলেন, 'ভারতীয় ছবি আমায় অনেক কিছু দিয়েছে। আমি দারুণ সব পরিচালকদের সঙ্গে কাজ করেছি। এই ইন্ডাস্ট্রি আমার কাছে আমার পরিবারের মত। কেরিয়ারে যখন যা হওয়ার আমার সঙ্গে তাই হয়েছে।' তবে এদিন মঞ্চে উঠে হিন্দি নয়, কঙ্কনি ভাষায় ধন্যবাদ জানিয়েছেন।
আরও পড়ুন: রূপম-অমিতের গান থেকে ছবি! 'সন অব অ্যাডম' প্রদর্শিত হবে কোথায়?
আরও পড়ুন: গোয়াতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার সম্মান পাবে OTT-র ছবিগুলিও, বিশেষ পুরস্কার পেলেন মাধুরী