একসঙ্গে অভিনয়, তারপর একসঙ্গে পথ চলা শুরু। আজ একমাত্র ছেলেকে নিয়ে সুখে সংসার মধুবনী এবং রাজার অভিনয়ের পাশাপাশি ব্যবসা এবং সংসার সবকিছুই সমান তালে সামলাচ্ছেন অভিনেত্রী। মহা পঞ্চমীর দিন দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে সেই যাত্রার কথাই উল্লেখ করতে দেখা গেল অভিনেত্রীকে।
মা দুর্গার সামনে স্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরকে, মা দুর্গাকে, যে কাউকে তেল নামেরই দিব্যি চলে যাচ্ছে। বলা ভালো, দমদম নিয়ে চলে যাচ্ছে। যে কোনও কাজের জায়গায়, উপরতলার মানুষকে তেল মেরে চলাটা খুবই কষ্টকর, সত্যি কথা বলতে এক কথায় বিরক্তিকর।’
আরও পড়ুন: পরনে নেই কোনও দামী শাড়ি, সাদামাটা পোশাকে ধরা দিলেন শ্রীময়ী, ব্যাপার কী?
আরও পড়ুন: ‘বাঙালি রঘু ডাকাত দেখছে সেটাই বিশাল...', দেবকে কী বললেন বিনোদিনী পরিচালক?
নিজের ব্যবসার উল্লেখ করে মধুবনী লেখেন, ‘ছোটখাটো হলেও নিজের যদি একটা ব্যবসা থাকে, তাহলে সেই চাপটা আর থাকে না। মা দুর্গাকে অনেক অনেক ধন্যবাদ। যে আমি এখন সেই ব্র্যাকেটের মধ্যে আর পরি না। আর একজনকে ধন্যবাদ না জানালে, একজনের কাছে কৃতজ্ঞতা স্বীকার না করলে মহাপাপ হবে, বেইমানি করা হবে, সে হচ্ছে ওয়ান এন্ড অনলি রাজা গোস্বামী।’
সর্বশেষে অভিনেত্রী লেখেন, ‘রাজা আমার সামনে না দাঁড়ালে, কোনও কিছুই সম্ভব হতো না। মা দুর্গার কাছে অন্তর থেকে একটাই প্রার্থনা, তুমি শুধু শরীরটা সুস্থ রেখো সবসময়, বাকিটা আমরা খেটেখুটে ঠিক করে নেব। শুভ পঞ্চমী সকলকে। প্রত্যেকের দুর্গা পুজো খুব খুব ভালো কাটুক। দুগ্গা দুগ্গা।’
আরও পড়ুন: বেগুন ভাজা থেকে পটলের দোর্মা! ‘রক্তবীজ ২’ ছবিকে কীভাবে ব্যাখ্যা করলেন কৌশিক?
আরও পড়ুন: 'আমি তো অতিথি...', নিজের বাড়ির পুজোয় কীভাবে সময় কাটান ডোনা?
প্রসঙ্গত, কিছুদিন আগেই স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যদিও সেই সময় অনেকেই বলেছিলেন, মধুবনী যে বলেছিলেন নিজের ছেলেকে সময় দেবেন তাহলে কি হলো? সেই কটাক্ষকে পেছনে ফেলে কয়েকটি এপিসোডে অসম্ভব ভালো অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছিলেন অভিনেত্রী। এখন অভিনয়ের পাশাপাশি নিজের নতুন ব্যাগের ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত তিনি।