৯০-র দশকে বলিউডে একের পর এক ‘চার্টবাস্টার’ গান উপহার দিয়েছেন কুমার শানু। যার মধ্যে শানুর গাওয়া অন্যতম চর্চিত গান হল ব্লকবাস্টার সিনেমা 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'র ‘তুঝে দেখা তো’। এই ছবি ও গানটি এখনও মানুষের মন ছুঁয়ে রয়েছে। এমনকি সম্প্রতি বিবিসি প্রতিবেদনে উঠে আসা UK-র ফেবারিট গানের তালিকায় ভোট পেয়েছে ৯০ এর দশকের এই বলিউডি ছবির গান।
যদিও এই (তুঝে দেখা তো) গানের যিনি সুরকার যেই যতীন-ললিত জুটির ললিত পণ্ডিত সম্প্রতি কুমার শানুকে নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। সম্প্রতি বলিউড হাঙ্গামা-কে দেওয়া সাক্ষাৎকারে ললিত পণ্ডিত বলেন, ‘তুঝে দেখা তো’ গানের গীতিকার যে আনন্দ বক্সী তাঁকে কুমার শানু কখনওই কৃতিত্ব দেননি। এমনকি আমাদেরও গানের সুরকার হিসাবে উনি কৃতিত্ব দেননি। গানটি হিট হওয়ার পর শানু কেবলই ' ইয়ে মেরা গানা হ্যায়, মেরা গানা হ্যায়' বলে প্রচার করেছেন। যেটা ঠিক নয়।
ললিত পাণ্ডতের কথায়, একটা গান হিট হওয়ার পিছনে সুরকার, গীতিকারদের সমান কৃতিত্ব রয়েছে। কারণ তাঁরাই ঠিক করে দেন, যে তাঁদের গান কোন গায়ক গাইবেন। এটা শানুর কেরিয়ারে সেরা গান হলেও তিনি বাকিদের কৃতিত্ব না দিয়ে ঠিক করেননি।