বলিউডে ভিতরের লিঙ্গ বৈষম্য দীর্ঘদিন ধরে খবরে। বহু নায়িকাই মুখ খুলেছেন, বিশেষকরে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে। এবার সেই তালিকায় যোগ হল নতুন নাম, অভিনেত্রী কৃতি শ্যানন।
এনডিটিভি-র সঙ্গে এক সাক্ষাৎকারে, 'মিমি' তারকা বলেছেন যে কীভাবে ছোট ছোট ঘটনা তাঁকে বলিউডের অন্দরের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন। কৃতি এই সাক্ষাৎকারে, তাঁর বেড়ে ওঠার কথা বলেছেন, ভাগ করে নিয়েছেন যে কীভাবে তাঁর বাবা-মা, দুজনেই কর্মজীবী, সবসময় বাড়ির দায়িত্ব সমানভাবে ভাগ করে নিতেন। ফলে, তিনি এবং তাঁর বোন নুপুর কখনোই বাড়িতে লিঙ্গ বৈষম্যের শিক্ষা পাননি।
কৃতি স্বীকার করেছেন যে, বলিউডে তিনি মাঝে মাঝে এমন আচরণের সম্মুখীন হয়েছেন যা তাঁকে তাঁর পুরুষ সহ-অভিনেতাদের তুলনায় অপমানিত বোধ করিয়েছে। জাতীয় পুরস্কার-জয়ী অভিনেত্রী বলেন, ‘যদিও এটা খুব বেশিবার হয়নি, কিন্তু ছোট ছোট বিষয় যেমন পুরুষ অভিনেতাকে ভালো ঘর দেওয়া হয়েছে, ভালো গাড়ি দেওয়া হয়েছে। এখানে গাড়িটা আসল নয়, আসল হল আমার নিজেকে ছোট মনে হয়েছে, কারণ আমি একজন নারী।’
কৃতি আরও বলেন, ‘কখনো কখনো দেখা যায় সহকারী পরিচালকরা আগেই নারী অভিনেত্রীকে ডেকে নেন। এবং পরে পুরুষ অভিনেতাদের আসার অপেক্ষা করে।’
কৃতি শ্যাননের আসন্ন ছবি
কৃতিকে সর্বশেষ 'দো পাত্তি '-তে দেখা গিয়েছে, যেখানে তিনি প্রযোজক হিসেবেও কাজ করেছেন। ছবিতে শাহির শেখ এবং কাজল মুখ্য ভূমিকায় অভিনয় করেন এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছে ছবিটি। যা খুব শীঘ্রই Netflix-এ দেখা যাবে।
পরবর্তীতে কৃতি শ্যাননকে আনন্দ এল রাইয়ের রোমান্টিক ড্রামা 'তেরে ইশক মে'-তে ধনুষের বিপরীতে দেখা যাবে। এটি চলতি বছরের ২৮ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাঁর 'ককটেল ২'-ও পাইপলাইনে আছে, যাতে রশ্মিকা মন্দনা এবং শাহিদ কাপুরও অভিনয় করবেন।