
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ডন থ্রি-তে অংশ নিলেন কিয়ারা আডবাণী। এক্স (পূর্বে টুইটার)-এই নিয়ে কিয়ারা একটি সংক্ষিপ্ত ক্লিপ শেয়ার করেছেন এবং একটি নোট লিখেছেন। ফারহান আখতারের ফ্র্যাঞ্চাইজিতে অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে অভিনয় করবেন কিয়ারা। '
নিজের এক্স হ্যান্ডেলে কিয়ারা লিখলেন, ‘কিয়ারা লিখেছেন, 'আইকনিক ডন ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পেরে এবং এই অবিশ্বাস্য দলের সঙ্গে কাজ করতে পেরে রোমাঞ্চিত। আমরা একসঙ্গে এই উত্তেজনাপূর্ণ যাত্রা শুরু করার সময় আপনাদের ভালবাসা এবং সমর্থন চাইছি (ক্ল্যাপার বোর্ড ইমোজি)।’
ক্লিপটি এক্স-এ পোস্ট করেছেন ফারহান আখতার নিজেও। লিখেছেন, ‘ডন ইউনিভার্সে @advani_kiara স্বাগতম। #Don3’
আরও পড়ুন: ভাইফোঁটা দিতেন উত্তম কুমারকে, প্রয়াত ‘বড় একা লাগে’-খ্য়াত অসীমা মুখোপাধ্যায়
২০২৩ সালের আগস্ট মাসে ফারহান প্রকাশ করেছিলেন যে, হিট ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিতে রণবীর সিংনতুন ডন হবেন। টিজারে ক্যামেরার দিকে পিঠ করে বসেছিলেন রণবীর। সে একটি সিগারেট ধরায় ও নিজেকে ডন বলে পরিচয় দেয়। তারপর ক্যামেরার দিকে ফেরে। এর আগে শাহরুখ খান ও অমিতাভ বচ্চন এই চরিত্রে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: ডাবেও নতুনত্ব, মেনুতে গ্লুটেন-সুগার ফ্রি খাবার, সেজে উঠল জ্যাকি-রকুলের বিয়েবাড়ি
ডন ৩-এর বাকি কাস্টের একটি আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে দর্শকরা। ডন সিরিজটি সর্বদা আকর্ষণীয় গল্প, উত্তেজনাপূর্ণ অ্যাকশন এবং অবিস্মরণীয় মুহুর্তগুলির জন্য বিখ্যাত দর্শকদের মধ্যে। শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া ও বোমান ইরানি অভিনীত 'ডন' সিনেমাটি ছবিটি ২০০৬ সালে মুক্তি পায়। নিউচ্যাটেল আন্তর্জাতিক ফ্যান্টাস্টিক ফিল্ম ফেস্টিভালে সেটি সেরা এশিয়ান চলচ্চিত্র জিতেছিল।
আরও পড়ুন: ‘ডিয়ার গোল্ড ডিগার…’, জেলে বসেই ‘বেবি বু’ জ্যাকলিনকে ‘ভালোবাসার’ চিঠি সুকেশের
পরে ২০১১ সালে এর সিক্যুয়েল মুক্তি পায় এবং সেটিও সুপার ডুপার হিট। অভিনেতা হৃতিক রোশনকে ডন ২ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। ফারহানের পরিচালনা ছিল ১৯৭৮ সালের 'ডন'-এর রিমেক, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।
ডন থ্রি ছাড়াও রাম চরণের সঙ্গে 'গেম চেঞ্জার' ছবিতে দেখা যাবে কিয়ারাকে। তেলুগু, তামিল ও হিন্দি, এই তিনটি ভাষায় মুক্তি পাবে এই ছবি। ছবিটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
কিয়ারাকে শেষ দেখা গিয়েছিল কার্তিক আরিয়ানের সঙ্গে 'সত্যপ্রেম কি কথা' ছবিতে। তিনি হৃতিক রোশন এবং এনটিআর জুনিয়র অভিনীত ‘ওয়ার ২’ ছবিতেও অংশ নিয়েছেন বলে খবর। তবে সেটিরও আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports