বাংলা ধারাবাহিকের মধ্যে ‘খড়কুটো’ একসময় বেশ জনপ্রিয় ছিল। যদিও এখন ধারাবাহিকের টিআরপি বেশ পড়েছে। এমনকী রাতের থেকে দুপুরেও বদলে দেওয়া হয়েছে টেলিকাস্টের সময়। তবে বেশ জনপ্রিয় গুনগুন ওরফে তৃণা সাহা। চুলবুলি মেয়েটাকে খুব পছন্দ করে দর্শকরা।
গত মাসেই একরাশ মন খারাপ ভর করেছিল তৃণার মনে। সহ-অভিনেতা, যাকে রিয়েল লাইফেও ‘ড্যাডি’ বলে ডাকতেন, সেই অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু তিনি মন থেকে মেনে নিতে পারেননি। অভিনেতার শেষযাত্রায় তৃণার সেই হাউহাউ করে কান্না এখনও সবার চোখে লেগে আছে। আরও পড়ুন: 'দুই বাবাতে খুশি, অভিষেকদার মেয়ে হওয়ার চেষ্টা করিনি', সংযুক্তার অভিযোগে তৃণা
জানা গিয়েছে, অভিষেক চলে যাওয়ার পর শ্যুটেও একদম মন লাগত না তৃণার। খুব চুপচাপ থাকতেন। তৃণাকে এরকম দেখে একদম ভালো লাগেনি গোটা সেটের। তাই তো বাইরে থেকে পাকড়াও করে আনা হয় আইসক্রিমের গাড়িকে। সেটে আইসক্রিমের গাড়ি আসতে দেখে প্রায় লাফালাফি শুরু করে দেয় ‘গুনগুন’ তৃণা সাহা। তিনিই শিল্পী থেকে কলাকুশলী-- সকলকে হাত ধরে টেনে আনেন বাইরে। কাজের থেকে অল্প বিরতি নিয়ে হইহই করে হয় আইসক্রিম পার্টি।