বাংলা নিউজ > বায়োস্কোপ > Randhir-Babita: ঘুচে গেল ৩৫ বছরের বিচ্ছেদ, এক ছাদের তলায় থাকছেন রণধীর-ববিতা! খুশি করিনা-করিশ্মা
পরবর্তী খবর
Randhir-Babita: ঘুচে গেল ৩৫ বছরের বিচ্ছেদ, এক ছাদের তলায় থাকছেন রণধীর-ববিতা! খুশি করিনা-করিশ্মা
1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2023, 07:48 AM ISTTulika Samadder
রণধীর কাপুরের বান্দ্রার বাড়িতে থাকতে শুরু করেছেন করিনা-করিশ্মার মা ববিতা সম্প্রতি। ৩৫ বছর আগেই তিনি স্বামীর ঘর ছেড়েছিলেন। তবে ডিভোর্স হয়নি। এখন ফের একসঙ্গে থাকতে শুরু করলেন এই দম্পতি।
ফের এক ছাদের তলায় থাকছেন রণধীর আর ববিতা।
৮০-র দশকের মাঝামাঝি থেকে আলাদা থাকছেন করিনা ও করিশ্মা কাপুরের মা ও বাবা ববিতা ও রণধীর কাপুর। তবে এখন বদলেছে পরিস্থিতি। ফের কাছাকাছি এলেন তাঁরা। সম্প্রতি রণধীরের বান্দ্রার নতুন বাড়িতে ব্যাগপত্তর গুছিয়ে থাকতে চলে গিয়েছেন ববিতা। আর এই গোটা ঘটনায় খুশি তাঁদের দুই মেয়ে। অন্তত শেষ বয়সে এসে একে-অপরের খেয়াল তো রাখতে পারবেন।
বিয়ের ১৭ বছরের মাথায় দুই মেয়ে করিনা আর করিশ্মাকে নিয়ে বরের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন ববিতা। চেম্বুরের আরকে বাংলো ছেড়ে থাকতে শুরু করেন লোখন্ডওয়ালার একটি ভাড়া বাড়িতে। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ৩৫ বছর। একে-অপরের সঙ্গে ডিভোর্স নেননি কেউই। রণধীরের যে কোনও সমস্যায় পাশেও থেকেছেন ববিতা। কাপুরদের বাড়ির বউ হিসেবে সব দায়িত্বও পালন করেছেন। তবে একসঙ্গে থাকেননি এতদিন। আরও পড়ুন: ‘কাকা নাচছে ভাইঝির সঙ্গে!’, বিল্লি বিল্লি গানে সলমন-পূজাকে দেখে হল তুমুল ট্রোল
টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুসারে, বান্দ্রার বাড়িতে গত সাত মাস ধরেই একসঙ্গে থাকছেন ববিতা-রণধীর। আর মা-বাবার এই সিদ্ধান্তে খুশি করিনা আর করিশ্মাও। মাঝে ২০০৮ সাল নাগাদও শোনা গিয়েছিল বলিউডের এই দুই কিংবদন্তি জুটি একসঙ্গে থাকবেন। পরে রণধীর নিজেই জানান, আপাতত এরকম হওয়ার কোনও সম্ভাবনা নেই। আরও পড়ুন: ‘বেডরুমে চলে আসুন!’, পাপারাৎজিদের কেন ডাকলেন সইফ? আর কী বললেন