করিনা কাপুর খান এবং সাইফ আলি খান বলিউডের প্রিয় দম্পতিদের মধ্যে একজন। যখনই তাঁরা একসঙ্গে বের হন তাঁদের ফলো করতে থাকেন পাপারাৎজিরা। বৃহস্পতিবার রাতে ছিল মালাইকা ও অমৃতা আরোরার মা জয়েসের জন্মদিনের অনুষ্ঠান। সেখানেই কালো পোশাকে টুইনিং করে হাজির হয়েছিলেন বেবো আর সইফ। সেই পার্টি থেকে ফেরার পরেই পাপারাজ্জিরা দম্পতিকে তাদের বিল্ডিংয়ের নীচে অনুসরণ করছিল। সাধারণত কর্তা-গিন্নি দুজনেই অভ্যস্ত এই ধরনের ব্যবহারে। তবে এবার একটু মেজাজই হারিয়ে ফেললেন সইফ। পাপারাৎজিদের দিকে তাকিয়ে কটাক্ষ মেশানো স্বরে করে বসল মন্তব্য।
ভিডিয়োতে দেখা যাচ্ছে করিনা সইফের হাত ধরে আছেন। সইফকে সাদা পাজামা এবং বাদামী চামড়ার জুতার সঙ্গে কালো কুর্তায় দেখা গেল। কারিনাকে কালো কাটআউট পোশাকে বেশ চটকদার দেখাচ্ছিল, যার সঙ্গে তিনি এক জোড়া পয়েন্টেড-টো পাম্প এবং একটি কালো ক্লাচ নিয়েছিলেন। যেই না পাপারাৎজিরা তাঁদের ফলো করতে শুরু করেন সইফ বলে ওঠেন, ‘এক কাজ করুন আমাদের বেডরুমে চলে আসুন’। আরও পড়ুন: ১২ বছরের ছোট সাবাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন হৃতিক? প্রকাশ্যে এল দিনক্ষণ
কয়েক বছর আগে সাইফ আলি খান পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁদের (সইফ-করিনার) বড় ছেলে তৈমুর আলি খানকে সবসময় ফোটোগ্রাফারদের ফলো করা নিয়ে সেই সময় তিনি বলেছিলেন, ‘যদি লোক এটা পছন্দ করে, মিডিয়া এটা পছন্দ করে, আমার কোনও সমস্যা নেই। তবে আমি কখনও কারও বাচ্চার প্রতি এত মনোযোগী হব না।’ সইফ আরও যোগ করেছিলেনন যে একদিকে, এটি চমৎকার যে তৈমুর মানুষকে হাসায় এবং হাসায়, কিন্তু অন্যদিকে, তিনি ভাবছেন কেন লোকেরা এত আগ্রহী বা একটি ছোট বাচ্চার প্রতি এত মনোযোগ দেয়। সইফ আরও জানান, লোকেদের যে মুখে হাসি ফোটায় তৈমুর এটা চমৎকার ব্যাপার। কিন্তু তিনি সত্যিই বুঝে উঠতে পারেন না কেন এত গুরুত্ব দেওয়া হয় তাঁর ছেলেকে। আরও পড়ুন: ‘ওকে কলা দে বেশি করে’! প্রকাশ্য রাস্তায় গায়িকা ইমনকে কটূক্তি, হল থানা-পুলিশ
দিনকয়েক আগে পাপারাৎজি সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল গোটা বলিউড। যখন সদ্য মা হওয়া আলিয়ার উপরে ক্যামেরা নিয়ে হামলা চালিয়েছিল পাপারাৎজিরা প্রতিবেশীর বাড়ির ছাদে উঠে, গোপনে ভিডিয়ো করে। সেই ফুটেজ নিয়ে আলিয়া বিরক্তি প্রকাশ তো করেছিলেনই, তাতে গলা মিলিয়েছিলেন অর্জুন কাপুর, অনুষ্কা শর্মাদের মতো তারাকারও। এমনকী আলিয়ার করা সোশ্যাল পোস্টের ভিত্তিতে মুম্বই পুলিশের তরফেও আলিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
কাজের সূত্রে, সইফকে শেষ দেখা গিয়েছে ‘বিক্রম বেদা’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে। এরপরে ওম রাউতের পরিচালনায় ‘আদিপুরুষ’ মুক্তির অপেক্ষায় আছে। পৌরাণিক এই সিনেমায় তাঁকে প্রভাস এবং কৃতি শ্যাননের সঙ্গে দেখা যাবে, যা ১৬ জুন ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )