বৃহস্পতিবার বেশ অনেকটা রাতে লাইভে আসেন গায়িকা ইমন চক্রবর্তী। জানান তাঁর সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার কথা। যা ঘটেছে গতকালই রিজেন্ট পার্ক এলাকায়। জাতীয় পুরস্কার-প্রাপ্ত এই গায়িকাকে কটূক্তি করে এক ব্যক্তি। এরপর ইমনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ। অভিযুক্তের নাম রঞ্জন মজুমদার।
ইমন রাতে ফেসবুক লাইভে এসে জানান নীলাঞ্জনের বাড়ির সামনের একটা তাঁরা ব্যাডমিন্টন খেলেন প্রায় প্রতিদিনই। এবং খেলার পর পাশের একটি দোকানে চা খান, এবং তার পাশের একটি দোকান থেকে প্রায়ই ফল কেনেন। বৃহস্পতিবার এই ফল কেনার সময়তেই দোকানের পাশে বসে থাকা এক ব্যক্তি দোকানদারকে বলতে থাকে ইমনকে শুনিয়ে, ‘এই আপেলের দাম কত করে। ওঁকে একটু আপেল দে বেশি করে, কলা দে বেশি করে।’ খানিকক্ষণ ধরে ব্যাপারটা এড়িয়ে যান ইমন ও তাঁর সঙ্গে থাকা সকলে। তবে লোকটি ক্রমাগত তাকিয়ে ছিল ইমনের দিকে। তাঁরা যখন চায়ের দোকানে চলে আসেন তখনও ‘চোখ দিয়ে মাপতে’ থাকে ওই ব্যক্তি। এরপর কোনওরকমে গাড়িতে ওঠেন ইমন জলদি জলদি। সেইসময় নীলাঞ্জনও ছিল তাঁদের সঙ্গে। আরও পড়ুন: স্লট পেল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’! বছর ঘুরতে না ঘুরতেই কপাল পুড়ল কোন মেগার?
তবে এরপরও সেই লোকটি তাকিয়েই ছিল তাঁর দিকে ‘নোংরা দৃষ্টি দিয়ে’ বলে লাইভে জানান ইমন। এই ‘বিকৃতি’ আর সহ্য করতে না পেরে গাড়ি থেকে নেমে ওই লোকটিকে গিয়ে ইমন সটান প্রশ্ন করেন, ‘তুমি কি আমায় কিছু বলবে? তাহলে কেন তাকিয়ে আছ?’ এরপর লোকটি কথা ঘোরাতে থাকে। কিন্তু গায়িকার থেকে চোখ সরায় না। তাখন বিরক্ত হয়ে ও রেগে গিয়ে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানান তিনি। ততক্ষণাৎ পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে। আরও পড়ুন: ১২ বছরের ছোট সাবাকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন হৃতিক? প্রকাশ্যে এল দিনক্ষণ
লাইভে ইমন আরও বলেন, ‘আমার এই ভিডিয়ো যেই মেয়েরা দেখছ সবাইকে বলব তোমাদের সঙ্গে কিছু হলেও চুম থেকো না। আমরা চুপ থাকলেই এরা এরকম করো। প্রশাসনকে জানাও, পুলিশকে জানাও। আমি নিজে দেখেছি ওরা ততক্ষণাৎ চলে আসে। কেউ তোমার গায়ে হাত দিলে, তুমিও ঘুরিয়ে গায়ে হাত তোলো।’
‘একটা মেয়ে কী পোশাক পরবে, কেমন ভাবে যাবে, যা ইচ্ছে তাই করতেই পারে, কেন সবসময় বিচার করা হবে মেয়েদেরই। সবাই বলছে লোকটার মাথা খারাপ। কই ও যখন কোনও ছেলে ফল কিনছে তখন তো বলছে না। আর এমন সব ফলের নাম বলছে যার অন্য অর্থ হয়।’, কথার শেষে যোগ করেন ইমন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )