বাংলা নিউজ > বায়োস্কোপ > Karan Johar-Kartik Aryan: ‘কোনওদিন না…’! কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করবেন ভবিষ্যতে? মুখ খুললেন করণ জোহর
পরবর্তী খবর
Karan Johar-Kartik Aryan: ‘কোনওদিন না…’! কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করবেন ভবিষ্যতে? মুখ খুললেন করণ জোহর
1 মিনিটে পড়ুন Updated: 26 Oct 2023, 08:07 AM ISTTulika Samadder
একটার পর একটা হিট দিয়ে চলেছেন কার্তিক আরিয়ান। তবে বলিউডের এক নম্বর পরিচালক করণ জোহরের সঙ্গে সমস্যায় জড়িয়েছেন। বাদ পড়েছেন দোস্তানা ২ থেকেও। আর কি ভবিষ্যতে দেখা যাবে করণ-কার্তিককে?
কার্তিকের সঙ্গে কাজ করা নিয়ে মুখ খুললেন করণ জোহর।
দোস্তানা ২-এর কাজ নিয়ে কার্তিক আরিয়ান আর করণ জোহরের ঝামেলা বর্তমানে সকলের জানা। তবে দু পক্ষই এই নিয়ে চুপ ছিলেন দীর্ঘদিন। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণকে বলতে শোনা যায়, তিনি ভবিষ্যতে কার্তিক আরিয়ানের সঙ্গে কাজ করতে আগ্রহী।
করণ বললেন, ‘আমরা একসঙ্গে সিনেমাটা প্রায় করেই ফেলেছিলাম। কিন্তু কিছু কারণে তা হয়ে ওঠেনি। তবে কোনওদিন না কথাটা ব্যবহার করা ঠিক হবে না। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা একসঙ্গে দুর্দান্ত একটা প্রোজেক্ট করব।’
করণ জোহর তাঁর দোস্তানা ২-তে কাস্ট করেছিলেন কার্তিক আরিয়ানকে। যা তরুণ মনসুখানির ২০০৮ সালের হিট রোমান্টিক কমেডি দোস্তানার সিক্যুয়াল ছিল। কলিন ডি'কুনহা পরিচালিত এই ছবিতে কাজের কথা ছিল জাহ্নবী কাপুর এবং নবাগত লক্ষ্যের সঙ্গে কার্তিককে। আরও পড়ুন: রাজকীয় বললেও কম হয়! ৫ বছর পর সামনে এল দীপিকা-রণবীরের বিয়ের ভিডিয়ো
যাইহোক, ছবির সেটে হওয়া কিছু সমস্যার কারণে কার্তিককে বাদ দেওয়া হয়েছিল। ধর্মা প্রোডাকশন এরপর এক বিবৃতি জারি করে, যেখানে দাবি করা হয় যে দোস্তানা স্থগিত রাখা হয়েছে এবং পরে পুনরায় কাস্ট করা হবে এবং পুনরায় শ্যুট করা হবে। কার্তিক, জাহ্নবী এবং অন্যরাও দোস্তানা ২-র সেটে হওয়া ঝামেলা নিয়ে মুখ খোলেননি কখনও। আরও পড়ুন: নুসরতের প্রাক্তন নিখিলের সঙ্গে ‘প্রেম’! শাঁখা-পলায় নতুন বউ, সিঁদুর খেললেন উষসী
এরপর নানা ফিল্মি ইভেন্টে মুখোমুখি হতে দেখা গিয়েছে কার্তিক আরিয়ান ও করণ জোহরকে। এবং তাঁরা একে-অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহারও করেন। এমনকী চলতি বছরের মেলবোর্নে হওয়া ভারতীয় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও যোগ দেন একসঙ্গে। সেখানে করণকে প্রশংসায় মুখর হতে হয় করণ জোহরকে নিয়ে। তিনি বলেন, ‘কার্তিকের সিনেমাগুলি দেশের মানুষের উপর গভীর প্রভাব ফেলে। এবং সর্বদা সিনেমা হলগুলিতে উৎসাহের সঙ্গে আপন করে নিয়েছে দর্শক। তাঁর কাছে অফুরান এনার্জি। সিনেমায় তাঁর এই অবদান সবসময় অব্যাহত থাকুক। শুভকামনা, কার্তিক।’ আরও পড়ুন: দিলীপ থেকে আল্লারাখা! ‘ইসলাম গ্রহণের পর পুরোপুরি বদলে যান রহমান’, দাবি ঘনিষ্ঠের
কার্তিক আরিয়ানকে এরপর দেখা যাবে কবীর খানের স্পোর্টস ড্রামা চান্দু চ্যাম্পিয়নে। আপাতত এই সিনেমার শ্যুটেই ব্যস্ত অভিনেতা। অন্য দিকে, নভেম্বরে করণের প্রযোজনায় আসবে যোদ্ধা। যাতে রয়েছেন সিদ্ধার্থ মলহোত্রা, দিশা পাটানি। এই ছবি বক্স অফিসে সংঘর্ষ হবে ক্যাটরিনা কাইফের মেরি ক্রিসমাসের সঙ্গে।