চলতি বছর ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পুরস্কৃত হয়েছেন শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, বিক্রান্ত মাসে সহ আরও অনেকে। এই বছর ‘রকি আউর রানী কি প্রেম কাহিনি’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারের সম্মানিত হয়েছেন করণ জোহর।
তবে এই প্রথমবার নয়, এর আগে তিনি একাধিকবার জাতীয় পুরস্কারের সম্মানিত হয়েছেন। ‘কুচ কুচ হোতা হে’, ‘কাল হো না হো’, ‘মাই নেম ইজ খান’ ছবির মতো সিনেমা তৈরি করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সম্বর্ধনা পান তিনি। তবে এই বছর এই পুরস্কারে সম্মানিত হওয়ার আনন্দই কিছুটা আলাদা।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
জাতীয় পুরস্কারে সম্মানিত হয়ে ইনস্টাগ্রাম পোস্টে পরিচালক লেখেন, ‘৭১ তম জাতীয় পুরস্কারে, সর্বাত্মক বিনোদন প্রদানকারী সবথেকে জনপ্রিয় চলচ্চিত্রটি দিতে আমি অত্যান্ত বিনীত এবং সম্মানিত বোধ করছি। অপূর্ব এবং আমি আমাদের পুরো পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞ।’
পরিচালক আরও লেখেন, ‘রানি এবং শাহরুখের সঙ্গে একই বছর এই পুরস্কার জিতে ভীষণভাবে ভালো লাগছে। এই পুরস্কারের জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই রণবীর এবং আলিয়াকেও।’ প্রসঙ্গত, টানা তৃতীয়বার এবং সামগ্রিকভাবে চতুর্থবার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন পরিচালক।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
পুরস্কার পেয়ে আপ্লুত পরিচালক লেখেন, ‘এটি আমার তারা তৃতীয়বার জাতীয় পুরস্কার পাওয়া। ২০২১ সালে শেরশাহ, ২০২২ সালে ব্রহ্মাস্ত্র এবং এই বছর সবথেকে স্বাস্থ্যকর এবং জনপ্রিয় বিনোদনমূলক ছবির জন্য জাতীয় পুরস্কারের সম্মানিত হলাম। যখনই আমি জাতীয় পুরস্কার পায় তখনই আমার মনে হয়, নিশ্চয়ই আমি দর্শকদের এবং জুরিদের মন জয় করতে পেরেছি তাই এই সম্মানের সম্মানিত হতে পেরেছি। আমি জুরিদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই।’