রোহন সেন পরিচালিত ‘কন্যা’ সিনেমায় ধরা দেবে দুই বোনের মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে তৈরি হওয়া একটি নতুন গল্প। আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। সিনেমায় মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার এবং ঋষি কৌশিক অভিনয় করবেন, অভিনয় করবেন অমৃতা দে এবং বিশ্বনাথ বসু।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘কন্যা’ ছবির টিজার। এই টিজারে দেখতে পাওয়া যাচ্ছে দুই বোনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। কোনও কারণে ছোট বোনের সঙ্গে বহুদিন বড় বোনের কোনও সম্পর্ক ছিল না। কী কারণ সেটা জানা যাবে পরে।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
প্রেক্ষাপট শুরু হয় বাড়ির কোনও এক সদস্যকে হাসপাতালে ভর্তি করানোকে কেন্দ্র করে। হাসপাতালের করিডারে আবার মুখোমুখি হয় দুই বোন। বড় বোনের থেকে ক্ষমা চাইলেও সে ক্ষমা করে না, বা করতে পারে না ছোট বোনকে। কিন্তু কী এমন ভুল করে ফেলেছিল বোন, যার ক্ষমা হয় না?
মনস্তাত্তিক এই সিনেমায় দেখানোর চেষ্টা করানো হয়েছে, অনেক সময় মানুষ কাছের মানুষকে ভুল বুঝে তার থেকে দূরে চলে যায়। পরে অপর ব্যাক্তি ভুল বুঝতে পারলেও আর কাছাকাছি আসা হয় না। মাঝে হয়তো কেটে যায় অনেকটা বছর, শুধু ক্ষমা চাওয়া বা ক্ষমা করার মাঝখানে আটকে চলতে থাকে সম্পর্কের বেঁচে থাকার লড়াই।
আরও পড়ুন: ‘ধূমকেতু’ ছবির আড়ালে লুকিয়ে এক অন্য গল্প, পরিচালকের পোস্ট দেখে চমকে উঠলেন সকলে
আরও পড়ুন: 'দুটো বাচ্চার মা...'! ধূমকেতু মুক্তি পেতেই শুভশ্রীকে নিয়ে এ কী বললেন দেব
এই সিনেমায় প্রিয়াঙ্কার এমন কী ভুল ছিল, পরবর্তীকালে দুই বোনের মধ্যেই সবকিছু ঠিক হবে কিনা সে সবকিছু দেখা যাবে ছবি মুক্তি পেলে। তবে অনেকদিন পর প্রিয়াঙ্কাকে একেবারে অন্যরকম একটি চরিত্রই দেখতে পাবেন দর্শকরা। অন্যদিকে ছোট পর্দা, সিরিজ, বলিউডে চুটিয়ে কাজ করার পর এই ছবির মাধ্যমে আবার বাংলা ছবিতে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে ঋষি কৌশিককে।
চিরকালের মতো বিশ্বনাথ নিজের চরিত্রে অপূর্ব ভাবেই যে ধরা দেবেন তা বলাই বাহুল্য। অন্যদিকে বড় বোন অমৃতা দে নিজের চরিত্রে অমলিন। শুধু রক্তের সম্পর্ক হলেই যে সব ভুলের ক্ষমা হয় না, সেটাই সুন্দর করে সিনেমার পর্দায় মেলে ধরবেন তিনি,এমনটাই মনে করা হচ্ছে।