সেবার ‘দশ কা দম’এ এসে ঘাঘরা-চোলি পরে মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরের জনপ্রিয় গান ‘ধক ধক করনে লাগা’তে নাচতে দেখা গিয়েছিল কঙ্গনাকে। যেখানে শোয়ের মধ্যেই পোশাকের উপর চটজলদি ঘাঘরা-চোলি পরে ফেলেন কঙ্গনা। কঙ্গনাকে দেখে সলমন বলেছিলেন, ‘হায় হায়, কত সুন্দর দেখাচ্ছে আপনাকে।’ ভিডিয়োতে দুজনকেই হাসিখুশি দেখা যায়।
কঙ্গনা-সলমন
বর্তমানে বলিউডের তিন 'খান'-এর কোনও খানের সঙ্গেই কঙ্গনা রানাওয়াতের ভীষণ ঘনিষ্ঠতা রয়েছে বলে মনে হয়না। যদিও এদের মধ্যে সলমনের সঙ্গে কঙ্গনার সম্পর্ক তুলনামূলক ভালো। সলমনকে বন্ধু বলেও দাবি করেন 'কুইন'। একবার সলমনের জনপ্রিয় টেলিভিশন শো ‘দশ কা দম’-এ উপস্থিত ছিলেন কঙ্গনা। সেই টিভি শো থেকেই নেটপাড়ায় উঠে আসা একটি ভিডিয়ো ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন কঙ্গনা।
কঙ্গনা ‘দশ কা দম’-এর ভিডিয়োটি সলমন খানকেও ট্যাগ করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘দশ কা দম’-ও মাই গড! এসকে আমাদের এত কম বয়সী দেখাচ্ছে কেন? তার মানে কি আমরা আর নেই?' সেবার ‘দশ কা দম’এ এসে ঘাঘরা-চোলি পরে মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরের জনপ্রিয় গান ‘ধক ধক করনে লাগা’তে নাচতে দেখা গিয়েছিল কঙ্গনাকে। তবে নেটদুনিয়ায় উঠে আসা এই ভিডিয়োতে অল্প একটু অংশই উঠে এসেছে। যেখানে শোয়ের মধ্যেই পোশাকের উপর চটজলদি ঘাঘরা-চোলি পরে ফেলেন কঙ্গনা। আর এই পোশাকে কঙ্গনাকে দেখে সলমন বলেছিলেন, ‘হায় হায়, কত সুন্দর দেখাচ্ছে আপনাকে।’ ভিডিয়োতে দুজনকেই হাসিখুশি দেখা যায়।