
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
IMDb-এর তরফে প্রকাশ্যে আনা হল ২০২৪ সালের সেরা ভারতীয় সিনেমা সিরিজ কোনগুলো। তালিকায় জায়গা করে নিল হীরামান্ডি থেকে কল্কি ২৮৯৮ এডির মতো সিনেমা সিরিজগুলো। এছাড়া সেরার তালিকায় আছে আর কারা?
IMDb এর রেটিং অনুযায়ী ২০২৪ সালের সবথেকে জনপ্রিয় ছবি হিসেবে জায়গা অর্জন করে নিয়েছে সায়েন্স ফিকশন ছবি কল্কি ২৮৯৮ এডি। অন্যদিকে সিরিজ হিসেবে সেরার জায়গা অর্জন করেছে সঞ্জয় লীলা বানসালির হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার।
এই র্যাঙ্কিংগুলো পেজ ভিউজ থেকে সাইটের প্রতি মাসের ভিজিটর কত থাকে সেই থেকে ঠিক করা হয়েছে বলেই ভ্যারাইটির রিপোর্টে জানানো হয়েছে। আর সেখানে দেখা গিয়েছে যে সিনেমা বা সিরিজগুলো বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে সেগুলোর বিষয়েই মানুষের আগ্রহ বেশি, বা খুঁজে বেশি। বিভিন্ন ভাষাভাষির ছবিও আছে তালিকায়। এর মধ্যে হিন্দি থেকে আছে স্ত্রী ২, ভুল ভুলাইয়া ৩, সিংঘম এগেন। এছাড়া তেলুগু ছবি থেকে আছে কল্কি ২৮৯৮ এডি। তামিল ছবি মহারাজা, মালায়লাম ছবি মঞ্জুমেল বয়েজও সেরা ১০ এ জায়গা অর্জন করে নিয়েছে।
স্ট্রিমিং বা ওয়েব মাধ্যমের দিকে দেখলে, নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিয়োর সিরিজের প্রতি মানুষ বেশি আগ্রহ দেখিয়েছে। হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার রয়েছে তালিকার শীর্ষে। এরপর আছে লিগ্যাল কমেডি সিরিজ মামলা লিগ্যাল হ্যায়। ইতিহাসে প্রথম চমক দিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছে একটি নন ফিকশন সিরিজ দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। এছাড়া এই তালিকায় আছে মির্জাপুর, পঞ্চায়েত, সিটাডেল হানি বানি।
২০২৪ সালের স্ট্যান্ড আউট পারফর্মার হিসেবে নিজের জায়গা পাকা করেছেন দীপিকা পাড়ুকোন। তাঁর ফাইটার, কল্কি ২৮৯৮ এডি এবং সিংঘম এগেন ছবি তিনটি সেরা র্যাঙ্কিং ছবির তালিকায় জায়গা অর্জন করেছে বলেই তিনি এই বছরের স্ট্যান্ড আউট পারফর্মার।
এছাড়া সেরা ১০ ছবিতে জায়গা করেছে ভারতের এবারের একাডেমি পুরস্কারে জন্য অফিসিয়াল এন্ট্রি লাপাতা লেডিজ ছবিটিও।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports