রবিবার প্রকাশ্যে এসেছে ‘যুগ যুগ জিও’র ট্রেলার। রুপোলি পর্দায় সম্পর্কের ভাঙা-গড়া, রোম্যান্স, কমেডির গল্প বলবে এই ছবি। অভিনয় করেছেন অনিল কাপুর, নীতু কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আডবানিরা। এই ছবি দিয়েই দীর্ঘ দিন পর রুপোলি পর্দায় কামব্যাক করেছেন নীতু কাপুর।
মুম্বইয়ে এ দিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রযোজক করণ জোহর এবং ছবির কলাকুশলীরা। করোনা মহামারীর পর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজার হাজার ভক্তদের উপস্থিতি তেমনটা চোখে পড়ে না। অনিল কাপুর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘যুগ যুগ জিও’র ট্রেলারে এত ভালোবাসা উজাড় করার জন্য ধন্যবাদ আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের। ২৪ জুন প্রেক্ষাগৃহে দেখা হবে।
বরুণও ভিড়ের এক ঝলক শেয়ার করেছেন। অভিনেতা ব্যারিকেডের মধ্য দিয়ে হেঁটেছিলেন এবং মঞ্চে পৌঁছানোর জন্য এটির উপর দিয়ে লাফ দিয়েছিলেন। আরও পড়ুন: Jugjugg Jeeyo Trailer: বরুণ-কিয়ারা ডিভোর্স চায়! পরকীয়ায় মজে অনিল, নীতু কী করবেন? আসছে ‘যুগ যুগ জিও’
করণ জোহর প্রযোজিত এই ছবি মুক্তি পাবে আগামী ২৪শে জুন। এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে বরুণ-কিয়ারা জুটি। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজ মেহতা।