কিছু মাস আগে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে বিশেষ পারফর্মার হিসেবে পারফর্ম করেন গৌতম হালদার। সেখানে তিনি এক প্রতিযোগীর সঙ্গে জয় গোস্বামীর লেখা বেণীমাধব কবিতাটি পাঠ করেন। নিমেষেই ভাইরাল হয় সেই ভিডিয়ো। নেটিজেনদের অনেকের মতেই তিনি বিকৃত উচ্চারণ করেছেন। এবার সেই প্রসঙ্গে নিজের মতামত জানালেন খোদ এই কবিতার স্রষ্টা জয় গোস্বামী।
আরও পড়ুন: সেটে মারাত্মক 'কড়া' সৃজিত! 'তোপসে' কল্পন বললেন, 'শুরুর দিকে খুব বকা খেয়েছি, তারপর...'
গৌতম হালদারের বেণীমাধব পাঠ নিয়ে কী বললেন জয় গোস্বামী?
সম্প্রতি কবি জয় গোস্বামী হাজির ছিলেন অরিজিৎ চক্রবর্তীর পডকাস্ট শোতে। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয় গৌতম হালদারের বেণীমাধব কবিতা পাঠ এবং ট্রোল নিয়ে তাঁর কী বক্তব্য? জবাবে বেণীমাধব কবিতার স্রষ্টা বলেন, 'আমি এটা দেখিনি। আমার ফেসবুক নেই। তবে আমি আমার মেয়ের কাছে একটা শব্দ শিখেছি সেটাকে বলে ট্রোল করা। ট্রোলিং। গৌতম হালদারকে এই কবিতা পাঠ করার জন্য ট্রোল করা হয়েছে, যদিও আমি সেটা শুনিনি। তবে, আমি নান্দিকারের একটি নাটক দেখেছিলাম রুদ্র প্রসাদ সেনগুপ্তর নির্দেশনায়, নাটকটি ভারী অদ্ভুত। এই শহর এই সময় নাম ছিল। কবিতার পর কবিতা গেঁথে সেই নাটক তৈরি হয়েছিল। সেখানে গৌতম হালদার অনেকগুলো কবিতা বলেছিলেন, তার মধ্যে একটা কবিতা আমার ছিল।'
আরও পড়ুন: দেবের ছবির ভুলচুক চোখে আঙুল দিয়ে দেখালেন সৃজিত! তবুও কেন বললেন, 'খাদান ভীষণ জরুরি ছবি...'?
আরও পড়ুন: 'প্রতি শোয়ের পর কাঁদতাম', ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ প্রসঙ্গে কেন এমন বললেন মন্দিরা?
জয় গোস্বামী এদিন গৌতম হালদারের কবিতা পাঠকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠের সঙ্গে তুলনা করেন। সেই প্রসঙ্গে জয় গোস্বামী আরও বলেন, 'আমার উন্মাদের পাঠক্রম বইটি আমার মায়ের মৃত্যুর পর লিখেছিলাম। সেখানে উৎসর্গ কবিতাটি শ্মশান বন্ধুদের উৎসর্গ করেছিলাম। এই কবিতাটি গৌতম হালদার স্টেজে এমন ভাবে পড়েছিলেন আমার মনে হচ্ছিল যে এই কবিতার মধ্যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার সময় স্তোত্র পাঠের কোনও সম্ভাবনা লুকিয়ে আছে সেটা আমি বুঝিনি। কিন্তু সেটাকে যে গায়ে কাঁটা দেওয়ার মতো অমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় সেটা গৌতম হালদার দেখিয়েছিলেন। আমি তাঁর ওই কবিতা পাঠটি মনে রেখেছি। ফলে আজ যাঁরা ওই কবিতাটি পাঠ নিয়ে বিদ্ধ কথা বলছেন, হয়তো সেই কথা শুনে গৌতম হালদারের মন বিষন্ন হতে পারে। কিন্তু তাঁরা কেউ ওঁর এই কবিতা পাঠ শোনেননি।' পরিশেষে তিনি বলেন, 'আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। গায়ে কাঁটা দিয়েছিল।'