এমনিতে কাজের বাইরে বেশ প্রচার বিমুখ সারা। তাই খুব স্বাভাবিক ভাবেই তাঁর ব্যক্তিগত জীবনের ওঠা পড়া নিয়ে সে রকম চর্চা হতে দেখা যায় না। তবে তাঁর বাবা যিশু সেনগুপ্ত ও মা নীলাঞ্জনা শর্মার বিচ্ছেদের গুঞ্জনের কারণে তিনি মাঝে মাঝেই উঠে এসেছেন চর্চায়। তবে তাঁকে নিজের কথা আলাদা করে বলতে শোনা যায়নি কখনওই। কিন্তু এবার সরব সারা। তাঁর জীবনের নতুন পথ চলা নিয়ে নানা কথা ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
কাজ নিয়ে প্রচন্ড ব্যস্ততায় দিন কাটছে সারা সেনগুপ্তর। বর্তমানে সে একটি পোশক বিপণির মুখ। দেশ জুড়ে এখন সেই সংস্থা বিজ্ঞাপন আর সেই সব বিজ্ঞাপনের পোস্টার সারা-ময়। কিন্তু এর জন্য তাঁকে ছাড়তে হয়েছে নিজের বাড়ি-ঘর, চেনা শহর আর কাছের মানুষদের। চেনা ছকের বাইরে গিয়ে নতুন পৃথিবীতে নিজেকে নতুন ভাবে গড়ে নিচ্ছেন সারা। সেখানে অনেকটা ভয় লেগে থাকলেও, আছে নিজেকে অন্য ভাবে মেলে ধরার আনন্দ। সবটা মিলিয়ে জীবনের এই মোড় বদল নিয়ে অকপট সারা।
আরও পড়ুন: 'এল বা চলে গেল, তা নিয়ে কিছু যায় আসে না…', তথাগতর নতুন প্রেম নিয়ে কেন এমন বললেন দেবলীনা?
এক দিকে নতুন জীবনের হাতছানি। অন্য দিকে চেনা পৃথিবীর শান্তি— দুইয়ের মাঝে কি খানিকটা দ্বিধায় সারা? মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সেই কথায় ভাগ করে নিলেন অভিনেত্রী। মনে তাঁর কিছুটা হলেও দানা বেধেছে ভয়, হয়তো সামান্য দ্বিধাও রয়েছে। তবে নতুন পথ চলার শুরুর দিকে এটা যে খুব স্বাভাবিক তিনি এ-ও জানেন। এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে কর্মক্ষেত্রে, তার প্রায় সবটাই ভিডিয়োয় উগড়ে দিয়েছেন তিনি। সঙ্গে ভিডিয়োয় তাঁর ছোট থেকে বড় হয়ে ওঠার ও নতুন এই জীবনের নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন।
ভিডিয়োর শুরুতেই দেখা গিয়েছে মা নীলাঞ্জনার কোলে তাঁর জীবনের শুরু। মায়ের মতো মাসি চন্দনার ভূমিকাও তাঁর জীবনে যথেষ্ট, তাই বাদ পড়েনি তিনিও। সঙ্গে বোন জারাকেও দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। কিন্তু বাবার ছবি ভিডিয়োর কোথাও নেই। মা-বাবার সম্পর্কের অবনিত এর কারণ কিনা তা জানা নেই। তবে পরিবার ছাড়াও এই ভিডিয়োয় রয়েছে তাঁর জীবনে আসা বন্ধু-বান্ধবদের নানা ঝলক। প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আন্তর্জাতিক পোশাক বিপণির হয়ে তিনি হেঁটেছেন র্যাম্প ওয়ার্কে। তাই সারা পেশা হিসেবে মডেলিংকেই বেছে নিয়ে এগোতে চান। এতে অবশ্য তাঁর মায়েরও সম্মতি রয়েছে।
আরও পড়ুন: 'সেটের বাইরে আমি আর ও…', 'কথা'র কো-স্টার অলিভিয়ার সঙ্গে প্রেমচর্চায় মুখ খুললেন সৌরভ
এই ভিডিয়োয় নীলাঞ্জনার বড় মেয়েকে বলতে শোনা গিয়েছে, 'নতুন জীবন এসে ছেড়ে আসা দিনের কথা খুব মনে পড়ে। পরিবার, বন্ধু, পোষ্যকে নিয়ে আরামদায়ক জীবন। কিন্তু তার বাইরেও একটা জগৎ রয়েছে। আমি আমার কাজকে অবশ্যই ভালোবাসি। আমি আমার কেরিয়ার গড়ার এই জার্নিটাকেও খুব উপভোগ করছি। এখানে নতুন নতুন বন্ধু তৈরি হচ্ছে। এখানেও আমার একটা পরিবার গড়ে উঠেছে। তবে হ্যাঁ, জগতে শুরুতেই মানিয়ে নেওয়া একটু কঠিন। আমিও প্রতিদিন মানিয়ে নেওয়ারই চেষ্টা করছি। কিন্তু তারপরে মনে ভয় বাসা বাধে।'