জিতু কমলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন দিতিপ্রিয়া রায়। তাতে মূলত অভিযোগ ছিল মাত্রাতিরিক্ত ইয়ার্কি, যা দিতিপ্রিয়ার মতে তাঁর অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তারপর একে একে তাঁদের চ্যাটের স্ক্রিনশর্টও সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেন জিতু। সবটা মিলিয়ে সরগরম ছিল পরিস্থিতি। তাঁরা দু'জনই মেগা ছাড়তে পারেন এমন গুঞ্জনও তৈরি হয়, যদিও সবটা নস্যাৎ করে শুক্রবার দু'জনের পক্ষ থেকেই সমস্যা মিটিয়ে নেন তাঁরা। সেই মর্মে দু'জন দুটি পোস্টও শেয়ার করেন।
আরও পড়ুন: রাখি পূর্ণিমাতে কাঞ্চনের সঙ্গে প্রথম দেখা হয় শ্রীময়ীর! নায়িকা ভাগ করে নিলেন ১৩ বছর আগের সেই গল্প
আরও পড়ুন: চেহারা নিয়ে স্ত্রী নন্দিনীকে করা কটাক্ষের বিরুদ্ধে সরব আবির! ‘বদলাতে পারব না…’, যা বললেন নায়ক
শুক্রবার দিতিপ্রিয়া একটি পোস্টে শেয়ার করে লেখেন, ‘প্রোডাকশন হাউসের সহযোগিতায় আমার সহ-অভিনেতার সঙ্গে যে ভুল বোঝাবুঝি ছিল, তা মিটিয়ে নিলাম।’ অন্যদিকে জিতু কমল লেখেন, ‘আমার সহ-অভিনেত্রী ছোট, আজও আমার স্নেহের পাত্রী। আমিও আর এইসব মনে রাখলাম না। তোমার ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভ কামনা। আমি সেরা। উফ আমরা সেরা।’
তবে তাঁদের এই পোস্ট সামনে আসতেই এক নেটিজেন দাবি তোলেন টিআরপি বাড়ানোর জন্যই নাকি নায়ক-নায়িকা এমনটা করেছেন। সবটাই আগে থেকেই ঠিক করা ছিল। এবার সেই নেটিজেনকে কড়া জবাব দিলেন জিতু।
আরও পড়ুন: দুর্গার রূপে কোয়েল, অন্নপূর্ণা বেশে তৃণা! স্টার জলসার মহিষাসুরমর্দ্দিনীতে বড় চমক ‘গীতা’ হিয়ার