জাদা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, অভিনেতা উইল স্মিথের সঙ্গে তাঁর বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল। তাই তাঁরা ২০১৬ সাল থেকেই আলাদা রয়েছেন। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। কারণ, এই বিয়ের ভবিষ্যৎ কী হতে চলেছে, সেটাই নাকি তাঁরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন জাদা।
উইল স্মিথ-জাদা পিঙ্কেট
জাদা পিঙ্কেট স্মিথ ও উইল স্মিথ, হলিউডের তারকা দম্পতিদের মধ্যে বহু চর্চিত নাম। তবে বেশ কয়েকবছর ধরেই গুঞ্জন ছিল জাদা ও উইল আলাদা হয়ে গিয়েছেন। আর এবার সেই গুঞ্জন সত্যি করেই বিচ্ছেদের কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী জাদা পিঙ্কেট স্মিথ।
'পিপল ম্যাগাজিন'কে দেওয়া সাক্ষাৎকারে জাদা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, অভিনেতা উইল স্মিথের সঙ্গে তাঁর বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল। তাই তাঁরা ২০১৬ সাল থেকেই আলাদা রয়েছেন। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ হয়নি। কারণ, এই বিয়ের ভবিষ্যৎ সত্যিই কী হতে চলেছে, সেটাই নাকি তাঁরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন বলে জানিয়েছেন জাদা।
জাদা পিঙ্কেট স্মিথ জানিয়েছেন, যখন তাঁর স্বামী উইল স্মিথ ২০২২-এর অস্কার অনুষ্ঠানে কমেডিয়ান ক্রিস রককে চড় মারেন, ততদিনে তাঁরা আলাদা হয়ে গিয়েছেন। যদিও উইল স্মিথ ক্রিস রককে চড় মেরেছিলেন কারণ তিনি উপস্থাপনা করার সময় জাদার অসুস্থতা নিয়ে রসিকতা করেছিলেন। সেটাই ভালো লাগেনি উইল স্মিথের। লাইভ অনুষ্ঠানেই ঘটনাটা ঘটেছিল। জাদার কথায়, প্রথমে ঘটনাটা তাঁর কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। মনে হয়েছিল এটা হয়ত প্রহসন। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন তিনি বোঝেন ঘটনাটা প্রহসন নয়।