
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
একবছরের এক পুত্র সন্তান রয়েছে, তবুও তিন বছরের মাথায় বিয়ে ভাঙছে বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি সরকারের। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মাহি ও স্বামী রাকিবের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বেশকিছুদিন ধরেই আলাদা থাকছিলেন তাঁরা। শোনা যাচ্ছিল শীঘ্রই ডিভোর্স হবে। আর সেই গুঞ্জন সত্য়ি করেই গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিচ্ছেদের কথা ঘোষণা করেন মাহি। জানা যায়, খুব শীঘ্রই নাকি আইনি প্রক্রিয়াও সম্পন্ন হবে।
এদিকে আবার মাহির বিচ্ছেদের ঘোষণার পরই রাকিব জানিয়ে দেন তিনি আবারও বিয়ে করবেন। আর এবার পরিবারের দেখা মেয়েকেই নাকি তিনি বিয়ে করবেন। ইতিমধ্যেই নাকি পাত্রী খোঁজাও শুরু করে দিয়েছেন রাকিবের বাড়ির লোকজন। রাকিব জানান, ‘এবার সিলেটের মেয়েকে বিয়ে করব, খুব তাড়াতাড়িই এই বিয়ে হবে।’
সেতো নাহয় হল, বিচ্ছেদ ঘোষণার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই হঠাৎই পরিবর্তন! গত ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার ফের মাহি ও সন্তান ফারিশ সরকারের সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন রাকিব। সেই ছবিতে ছেলে ফারিশকে কাঁধে নিয়ে মাহির পাশে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রাকিব সরকারকে। ছবি পোস্ট করে ক্যাপশানে মাহির স্বামী রাকিব লেখেন, ‘তোমাতেই ডুবে থাকি’। সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।
আরও পড়ুন-‘মিকার গান চালিয়ে বোকা বানানো হচ্ছে!’ দাদাগিরিতে কেশবের গান শুনে কটাক্ষ, সত্য়িই কি তাই?
রাকিবের এই পোস্টের পর বুধবার রাতে মাহি ফেসবুকের পাতায় লেখেন, ‘একা একা লাগে’। এখানেই শেষ নয়, শনিবারও রাস্তায় বসে সকলে যখন ‘কাপল ছবি’ তুলছিলেন, তখন মাহিকে একা গালে হাত দিয়ে বসে থাকতে দেখা যায়। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আজকে সন্ধ্যায় সবাই কাপল ছবি তুলছিল’।
তাই রাকিব সরকার ও মাহিয়া মাহি-র এই পোস্টগুলি দেখে অনেকেরই অনুমান, একে অপরের থেকে আলাদা হয়ে মাহি ও রাকিব দুজনেই একাকীত্বে ভুগছেন। একে অপরের অভাব বোধ করছেন। এই পোস্টগুলি দেখে নেটপাড়ার অনেকেরই অনুমান। শীঘ্রই হয়ত ফের একসঙ্গে থাকা শুরু করবেন মাহি ও রাকিব। কারোর অনুমান, হয়ত রাগের মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন, এখন দুজনেই আফসোস করছেন। যদিও এই প্রশ্নের উত্তর সময়ই বলবে।
প্রসঙ্গত, এটা মাহি ও রাকিব দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল। ২০১৬ সালে বাংলাদেশের সিলেটের ব্যবসায়ীকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি। তবে বিয়ের ৫ বছরের মধ্যে সেই সংসার ভেঙে যায়। ২০২১ সালের ২২ মে পারভেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় তাঁর। এরপর ওই বছরই (২০২১) ১৩ সেপ্টেম্বর রাকিব সরকার দ্বিতীয় বিয়ে করেন মাহি। এটা রাকিবেরও দ্বিতীয় বিয়ে ছিল। তারপর সুখেই কাটছিল মাহির জীবন। এরপর গতবছর (২০২৩)এ মাহি জানিয়ে দেন তিনি আর অভিনয় করবেন না। গত মার্চে এক পুত্র সন্তানেরও জন্ম দেন মাহি। সামনের মার্চে সেই ছেলের বয়স হবে ১ বছর।
৳7,777 IPL 2025 Sports Bonus