১০ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের ঠিক আগে MI দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা এবং MI দলের মালিক আকাশ আম্বানি মুম্বইয়ের রাস্তায় একসঙ্গে একটি গাড়িতে লেন্সবন্দি হন। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
গাড়ি চালাচ্ছিল আকাশ, পাশের সিটে রোহিত
নেটিজেনের দাবি, গাড়িতে মুম্বই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানির পাশে বসে থাকতে দেখা যায় রোহিত শর্মাকে। এমআইয়ের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা বসে ছিলেন পাশের সিটে। ব্লকবাস্টার ম্যাচের আগে গাড়ি থামে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তার মুখ স্পষ্ট দেখা যায়নি। অনেকেরই দাবি, শারীরিক চেহারা এমআই মালিকের সঙ্গে অনেক মিল রয়েছে।
আরও পড়ুন: হাওড়া ব্রিজে রুহ বাবা, বুধে শ্যুটিং ভিক্টোরিয়ার সামনে, কলকাতার প্রেমে বুঁদ কার্তিক আরিয়ান
আরও পড়ুন: ১১ এপ্রিল জাতীয় পোষ্য দিবস, পোষা বন্ধুর যত্ন নেবেন কীভাবে, জানুন দিনটির ইতিহাস ও তাৎপর্য
চর্চা তুঙ্গে
এক্সে এই ছোট ক্লিপ ভাইরাল হওয়ার পরই, MI ক্যাম্পে বড় কিছু ঘটতে পারে বলে জল্পনা চলছে। এই ভিডিয়োটি এমন সময়ে সামনে এসেছে যখন MI টিমের মধ্যে বিবাদ দেখা যাচ্ছে। আইপিএল ২০২৪-এর শুরুতে টানা ৩টি ম্যাচ হেরেছে মুম্বই। যদিও এটি শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্ব বিতর্কিত বলে মনে হচ্ছে, কারণ ভক্তরা ক্রমাগত রোহিতকে আবার অধিনায়ক করার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: ত্রিম্বকেশ্বর, ঘ্রুষ্ণেশ্বর মন্দিরে মেয়ে রাশার সঙ্গে পুজো দিলেন রবিনা