আন্তর্জাতিক বুকার প্রাইজ ২০২৪ এর শর্টলিস্ট ঘোষণা করা হল ৯ এপ্রিল। আর এখানে ৬ বইকে বেছে নেওয়া হয়েছে সেরা হিসেবে।
সোশ্যাল মিডিয়া পেজে বুকার প্রাইজ ২০২৪ এর শর্টলিস্টের তালিকার কথা ঘোষণা করা হয়। সেখানে বুকার প্রাইজ কমিটির তরফে লেখা হয়, 'আমরা আনন্দের সিঙ্গে আন্তর্জাতিক বুকার প্রাইজ ২০২৪ এর শর্টলিস্ট ঘোষণা করছি। এখানে ছয়টি বই আছে।'
আরও পড়ুন: অঙ্কুশের 'মেমবউ'য়ের এবার বাঙালি বধূ হওয়ার শখ! অ্যালেক্সজান্দ্রা বললেন, 'কলকাতাতেই থাকব, এখানেই...'
আরও পড়ুন: বইয়ের পাতা থেকে সোজা পর্দায়! আবিরের হাত ধরে পাহাড়ে পাড়ি 'বাবলি' শুভশ্রীর! প্রকাশ্যে পোস্টার
বুকার প্রাইজ প্রসঙ্গে
আন্তর্জাতিক বুকার প্রাইজ হচ্ছে একটি বার্ষিক প্রাইজ যা ইংরেজিতে অনুবাদিত সেরা কাল্পনিক গল্পটিকে দেওয়া হয়। আর সেই বইটিকে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হয়।
এই পুরস্কারের মাধ্যমে অনুবাদকদের কাজকে সম্মান জানানো হয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাহিত্য যাতে গোটা বিশ্বের মানুষ পড়তে পারেন তাই এই পদক্ষেপ।
কোন ছয়টি বই এবার বুকার প্রাইজের জন্য নির্বাচিত হয়েছে?
১. মেটার ২-১০ বইটি অনুবাদ করেছেন হোয়াং সক ইয়ং। এটি আদতে একটি কোরিয়ান বই যা সোরা কিম রাসেল এবং ইয়ংজে জোস্ফিন বে লিখেছেন।
২. কায়রোস বইটির অনুবাদ করেছেন জেনি এরপেনবেক। এটি একটি জার্মান বইয়ের অনুবাদিত ভার্সন যা মাইকেল হফম্যান লিখেছেন।
৩. সারাহ্ টিমার হার্ভের লেখা একটি বইয়ের অনুবাদ হোয়াট আই উড নট থিঙ্ক অ্যাবাউট বইও আছে এই তালিকায়।
৪. ইটামার ভিয়েরা জুনিয়রের অনুবাদ করা ক্রুকড প্লাউ বইটি আছে এই তালিকায়। এটি আদতে জনি লরেঞ্জের লেখা।
৫. সেলভা আলমাদার অনুবাদিত বই নট এ রিভার আছে এই তালিকায়।
৬. ইনা জেনবার্গের অনুবাদিত বই দ্য ডিটেলস আছে এই তালিকায়।
আরও পড়ুন: ইদের সকাল সকাল ইদি পাঠালেন ভাইজান, এবার বড় পর্দায় ‘সিকান্দর’ হয়ে অ্যাকশনে ভিড়বেন সলমন
আরও পড়ুন: কালো লেহেঙ্গায় যেন অপ্সরা বজরঙ্গী ভাইজানের মুন্নি! ইদের শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন হর্ষালি?