বাংলা টেলিভিশনে এখন নন ফিকশন শোয়ের রমরমা। সেকথা মাথায় রেখেই গত নভেম্বরে (২০২৪) শুরু হয়েছিল ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। সঞ্চালনায় সুদীপ্তা চক্রবর্তী। ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তাও পেয়েছে এই নন ফিকশন শো। প্রথম সিজনের সাফল্যের পর শুরু হয় এই শোয়ের দ্বিতীয় সিজন। আর এই সিজন ২-এর মাসিক ফিনালেতে উপস্থিত থাকতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী, অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। প্রসঙ্গত এই শোয়ের টাইটেল টাইটেল ট্র্যাকও তিনিই গেয়েছেন।
খুব স্বাভাবিকভাবেই তাই ফিনালেতে এসে খুশি ইমন। তিনি বলেন, ‘এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। এই শোয়ে উপস্থিত লক্ষ্মীদের লড়াই-এর গল্প শুনে আমিও সত্যি অনুপ্রাণিত হচ্ছি। এখানে এত মা লক্ষ্মীদের একসঙ্গে পেলাম, এটাই আমার লক্ষ্মীলাভ-করার মতো বিষয়। এই শো-এর টাইটেল ট্র্যাকও আমি গেয়েছি। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টা’।
সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২ লাখ টাকা। খেলার সঙ্গে এখানে উঠে আসে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্পও। এবার সেইসব গল্প শুনবেন ইমনও। তবে খেলার জন্য নয়, বিশেষ এই পর্বে অতিথি হয়ে হাজির হতে দেখা যাবে গায়িকাকে। ৩০ এপ্রিল সন্ধ্যে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই ফিনালের পর্বটি।
আরও পড়ুন-ছোট্ট কৃষভির মুখেভাত, কবে, কখন, কোথায় হচ্ছে শ্রীময়ী-কাঞ্চন কন্যার অনুষ্ঠান?
প্রসঙ্গত. বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকে নগদ পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকেন। তবে কাউকেই খালি হাতে ফিরতে হয় না। আর প্রথম সিজনের পর সিজন ২ তে রয়েছে কিছু নতুন খেলা এবং আরও অনেক মজা। ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’ এমন সব মজার খেলা রয়েছে সিজন ২-তে। গোটা শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।