গত ২ নভেম্বর (২০২৪) কন্যা সন্তানের বাবা হন কাঞ্চন মল্লিক, মা হন শ্রীময়ী। যদিও বাড়ির নিয়ম মেনে মেয়ের মুখ এখনও সামনে আনেননি তারকা দম্পতি। ইতিমধ্যেই কাঞ্চন কন্য়া ছোট্ট কৃষভির বয়স এখন ৬ মাস। তাই এবার মেয়ের মুখে প্রসাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কাঞ্চন-শ্রীময়ী।
তবে নাহ, কৃষভির ঘটা করে কোনও অন্নপ্রাশন হচ্ছে না। কারণ হিসাবে কাঞ্চন ‘দ্য ওয়াল’-কে জানিয়েছেন, তাঁদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তাই মুখেভাত অনুষ্ঠানের কোনও প্রথা নেই। আর সেকারণেই নেহাতই অনাড়ম্বরভাবে কৃষভির মুখে প্রসাদ দেওয়া হবে।
কাঞ্চন জানিয়েছেন, বুধবার ইসকনে গিয়ে কৃষভির মুখে প্রসাদ দেওয়া হবে। আর এরপরই মেয়ের ছবিও সকলের সামনে আনবেন বলেও জানান বিধায়ক অভিনেতা। যদিও এর আগে নীলষষ্ঠীর দিন ছোট্ট কৃষভিকে আংশিক দেখার সুযোগ হয়েছে অনুরাগীদের। তবে তার মুখ দেখা যায়নি।
আরও পড়ুন-ভাস্বর এখন অতীত, ডিভোর্সের পর লাল বেনারসি আর গয়নায় সেজে ফের বিয়ে করলেন নবমিতা?
এদিক ইতিমধ্যেই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছেন শ্রীময়ী চট্টরাজ। 'বুলেট সরোজিনী' সিরিয়ালের শ্য়ুটিং করছেন তিনি। অন্যদিকে কাঞ্চনও একাধিক ছবির কাজে বেজায় ব্যস্ত। তবে ছোট্ট কৃষভা থাকে তার দিদার কাছেই।
এর আগে Hindustan Times Bangla-কে শ্রীময়ী জানিয়েছিলেন, ‘কৃষভি আমার মায়ের কাছেই ঘুমোয়। মাকে ও খুব চেনে। আমার বেবি কট কেনাই বৃথা। মায়ের কোলের কাছে ঢুকে শুয়ে থাকে। এসি চালিয়ে গায়ে ঢাকা দিয়ে ঘুমোয়। এসি একটু বন্ধ হলেই উঠে পড়ে। ওকে দেখতে ওর বাবার মতো, স্বভাব এক্কেবারে আমার মতো হয়েছে। কাঞ্চন যেমন শীত কাতুরে, এদিকে আমি গরম সহ্য করতে পারি না।’
প্রসঙ্গত, ছোট্ট কৃষভি দিদা অর্থাৎ শ্রীময়ীর মায়ের নয়নের মণি। মেয়ের বয়স যখন মাত্র কয়েক মাস, তখন এই একরত্তিকে নিয়েই পেলিং, সিকিম ঘুরে এসেছেন কাঞ্চন আর শ্রীময়ী। সেই সময় নাতনিকে নিয়ে অভিনেত্রীর মা হোটেলেই থাকতেন। আর কর্তা-গিন্নি ঘুরে বেড়াতেন পাহাড়ের বিভিন্ন প্রান্তে। শ্যুটিং শুরু না করলেও, কাঞ্চন ও শ্রীময়ীকে হামেশাই আজকাল দেখা যায় ফিল্মি পার্টি, অ্যাওয়ার্ড শো, সিনেমার প্রিমিয়ারে। আর তখনও কৃষভি থাকে তার দিদার কাছেই।