বাংলা নিউজ > বায়োস্কোপ > Iman-Nilanjan: 'ও বাবার মতো আগলে রাখে...' শোভন না নীলাঞ্জন- সঙ্গী হিসেবে কে পারফেক্ট? বোঝালেন ইমন
পরবর্তী খবর
Iman-Nilanjan: 'ও বাবার মতো আগলে রাখে...' শোভন না নীলাঞ্জন- সঙ্গী হিসেবে কে পারফেক্ট? বোঝালেন ইমন
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2024, 08:01 AM ISTSubhasmita Kanji
Iman-Nilanjan: নীলাঞ্জন ঘোষের সঙ্গে তিন বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জানালেন তিনি গায়িকাকে বাবার মতো আগলে রাখেন।
ইমনের কাছে পারফেক্ট স্বামী নীলাঞ্জনই!
ইমন চক্রবর্তী বরাবরই ভোকাল। তিনি কী ভাবছেন, কোন বিষয়ে তাঁর কী মত সবটাই খুব স্পষ্ট করে বলে দিতে পারেন ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের ভুল ধরিয়ে দিতেও পিছপা হন না তিনি। এবার তিনি জানালেন তাঁর এবং নীলাঞ্জন ঘোষের সম্পর্ক কেমন সেটা।
নীলাঞ্জন প্রসঙ্গে ইমন
ইমন চক্রবর্তী ২০২১ সালের জানুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন নীলাঞ্জন ঘোষের সঙ্গে। কয়েকদিনের প্রেমের পরই সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। তার আগে গায়িকার সঙ্গে দারুণ প্রেম ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের। কিন্তু সে সম্পর্ক টেকেনি। সম্প্রতি সম্পর্কের বিষয়ে কথা উঠতে ইমন জানালেন স্বামী হিসেবে তাঁর কাছে নীলাঞ্জন শ্রেষ্ঠ।
এদিন আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, 'শোভন ভীষণই বন্ধুবৎসল। ওর শন ঘণ্টার পর ঘণ্টা ননসেন্স কথা বলা যায়। কিন্তু স্বামী হিসেবে, প্রেমিক হিসেবে নীলাঞ্জন শ্রেষ্ঠ। আজকালকার যুগে ওর মতো মানুষ হয় না।'
তিনি এদিন আরও বলেন, 'আমার জীবনে নীলাঞ্জনের প্রয়োজন ছিল, আমার সহ্য করার জন্য। আমি তো সারাদিন হিল্লি দিল্লি করি। ওর পা দুটো মাটিতে থাকে। ও না অনেকটা ছাতার মতো। বাবার পর ও আমায় সবথেকে বেশি আগলে রাখে। শোভনের সঙ্গে যখন আমার পথ আলাদা হয় তখন মাঝ রাস্তায় নীলাঞ্জনের সঙ্গে দেখা হল। বিয়ে করে নিলাম।'
এদিন ইমন মজা করে আরও জানান, 'আম্বানির ছেলেও আমায় প্রোপজ করেছিল। কিন্তু ও আমার জন্য, আমার মতো না।' বলেই হেসে ফেলেন গায়িকা।
প্রসঙ্গত, টলিউডের অন্যতম খ্যাতনামা গায়িকা হলেন ইমন চক্রবর্তী। তাঁর ঝুলিতে আছে একাধিক পুরস্কার। আছে জাতীয় পুরস্কারও। উপহার দিয়েছেন একটার পর একটা হিট গান। তাঁর কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শুনতে পছন্দ করেন না এমন মানুষ অনেক কমই আছেন।
প্রসঙ্গত সামনেই অনুষ্ঠিত হতে চলেছে তাঁর গানের স্কুলের বসন্ত উৎসব। সেখানে এবার হাজির থাকবেন পদ্মভূষণ ঊষা উত্থুপ, চন্দ্রবিন্দু, প্রমুখ।