শীঘ্রই ওটিটিতে ডেবিউ করতে চলেছেন ইরফান পুত্র বাবিল। বাবার পথ অনুসরণ করে অভিনয়কে কেরিয়ার করতে চায় সে। বাবা ইরফানকে নিয়ে প্রায়শই সামাজিক মাধ্যমে পোস্ট করেন ছেলে বাবিল। অভিনেতার মৃত্যুর এক বছর পরেও বাবার স্মৃতি আকড়ে ধরে রয়েছে ছেলে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ইরফানকে নিয়ে আরো একটি পোস্ট করেন বাবিল।ইরফানের পুরনো একটি ছবি পোস্ট করে সঙ্গে জুড়ে দেন আবেগতাড়িত একটি ক্যাপশন। বাবিল লেখেন, ‘আমি হারিয়ে গিয়েছি। কিছুতেই বুঝে উঠতে পারছি না কাকে বিশ্বাস করব। নিজেকেই সন্দেহ হচ্ছে, তুমি জানো? সবসময় এক অজানা ভয় কাজ করে চলেছে। এই ঈশ্বরহীন পৃথিবীতে আমি ভীত। আশাহত হয়ে আসক্ত হয়ে পড়ছি, হৃদয় ভেঙে যাচ্ছে আমার’। বাবিলের মানসিক অবস্থার কথা বুঝতে পেরে তাঁর কমেন্ট বক্সে উপছে পড়ছে শুভানুধ্যায়ীদের ভরসা। তাঁর শেয়ার করা পোস্টে কমেন্ট করতে দেখা গেছে অভিনেত্রী সন্ধ্যা মৃদুল এবং মিস ইউনিভার্স থার্ড রানার আপ অ্যাডেলিন ক্যাসটেলিনোকে। ভক্তদের কমেন্ট উপছে পড়ছে তাঁর ছবিতে।গত বছর ২৯ এপ্রিল পরলোক গমন করেন বর্ষীয়ান অভিনেতা ইরফান খান। নিউরোএন্ডোক্রাইন টিউমারের সঙ্গে দু’বছর লড়াই করে না ফেরার দেশে চলে যান অভিনেতা। তবে এখনো তিনি ছেলে বাবিলের মনে বিশেষ স্থান জুড়ে বেঁচে আছেন।