বাংলা নিউজ > বায়োস্কোপ > Hrithik-Saba: ‘রকেট বয়েজ ২’ স্ক্রিনিংয়ে সাবার হাত ধরে হৃতিক, চোখে চোখ, প্রেমে গদগদ জুটি
পরবর্তী খবর
Hrithik-Saba: ‘রকেট বয়েজ ২’ স্ক্রিনিংয়ে সাবার হাত ধরে হৃতিক, চোখে চোখ, প্রেমে গদগদ জুটি
2 মিনিটে পড়ুন Updated: 11 Mar 2023, 10:25 AM ISTPriyanka Bose
Hrithik-Saba: ‘রকেট বয়েজ সিজন ২'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হৃতিকের সঙ্গে হাজির সাবা। জমকালো পোশাকে বেশ স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন এই জুটি। ইভেন্ট থেকে তাঁদের নতুন রোম্যান্টিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে।
‘রকেট বয়েজ ২’ স্ক্রিনিংয়ে সাবা-হৃতিক
শুক্রবার মুম্বইয়ে ‘রকেট বয়েজ সিজন ২'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে একসঙ্গে হাজির হয়েছিলেন হৃতিক রোশন এবং সাবা আজাদ। এ দিন পরস্পরের হাতে হাত রেখে রেড কার্পেটে পাপারাৎজ্জির উদ্দেশ্যে পোজ দেন তারকা জুটি। তাঁদের নতুন ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। জমকালো পোশাকে বেশ স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন এই জুটি।
এ দিন কালো শার্ট এবং কালো প্যান্টের সঙ্গে কালো ব্লেজার পরে হাজির হন হৃতিক। কমলা রঙের মুনগ্লাসে হৃতিকের জেল্লা যেন আরও কয়েক গুন বাড়িয়ে তুলেছে। সাবার লুক যেন খানিক হটকে। ডিপ নেক সাদা গাউন পোশাকে ধরা দেন সাবা। কোকড়ানো চুল, লাল লিপস্টিকে পুরো পুতুল পুতুল দেখাচ্ছে গায়িকাকে।
সাবার পাশাপাশি ‘রকেট বয়েজ ২’ কাস্ট জিম সর্বে, ইশওয়াক সিং, রেজিনা ক্যাসেন্ড্রা এবং অন্যান্যরা হাজির ছিলেন মুম্বইয়ে অনুষ্ঠিত এই স্পেশাল স্ক্রিনিংয়ে। রেজিনা মেটালিক রঙের পোশাকে ধরা দিয়েছিলেন। একটি কালো শার্টের সঙ্গে ফ্লোরাল ব্লেজার, ট্রাউজার সেট পরে ধরা দেন জিম সর্বে। আরও পড়ুন: কালারফুল মনোকিনিতে ‘চারু’, মলদ্বীপে ওয়াটার বেবি হয়ে ধরা দিলেন অদ্রিজা