বলিউড সুপারস্টার হৃতিক রোশন তাঁর পেশাগত জীবন তো বটেই পাশাপাশ ব্যক্তিগত জীবনের কারণেও খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি, তাঁর এবং সাবা আজাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এখন শোনা যাচ্ছে যে হৃতিক রোশন তাঁর মুম্বইয়ের জুহু এলাকায় থাকা বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি তাঁর বান্ধবী সাবা আজাদকে ভাড়া দিয়েছেন। নায়কের এই অ্যাপার্টমেন্টটি সমুদ্রমুখী।
আরও পড়ুন: সুখবর দিলেন মিথিলা, খুশি সৃজিত! দূরত্ব মিটিয়ে তবে কি ফের কাছাকাছি আসছেন তাঁরা?
আরও পড়ুন: আমির খান এই ছবিতে নগ্ন হয়েছিলেন! ব্লকবাস্টার এই সিনেমা ৫০০ কোটিরও বেশি আয় করেছিল
হৃতিক বাড়িতে থাকার জন্য কত ভাড়া দিতে হবে সাবাকে?
নিউজ ১৮-এর রিপোর্ট অনুসারে, এই ফ্ল্যাটটির নাম ‘মন্নত’ অ্যাপার্টমেন্ট। এখানেই ১৫ তলায় অবস্থিত হৃতিক রোশনের ফ্ল্যাটটি। এটিতেই সাবা আজাদ প্রায় এক বছর থাকবেন। তবে বিনামূল্যে থাকবেন না তিনি। এর জন্য তাঁকে প্রতি মাসে প্রায় ৭৫,০০০ টাকা করে ভাড়া দিতে হবে। এই বাড়ির আয়তন প্রায় ১,১০০ বর্গফুট। তাছাড়াও এই ফ্ল্যাটটিতে সমুদ্রমুখী বারান্দা রয়েছে, সঙ্গে আধুনিক অভ্যন্তরীণ সাজ সজ্জা এবং সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা রয়েছে।
আরও পড়ুন: শ্রীরাম রূপে ছোটপর্দায় ফিরছেন রাহুল মজুমদার! কোন চ্যানেলে দেখা যাবে নায়কে?
আরও পড়ুন: সাই পল্লবী কে চেনেন না শ্বেতা! স্লিভলেস ব্লাউজ বিতর্কের পাল্টা জবাব যা বললেন নায়িকা
হৃতিকের সন্তানদের সঙ্গে সাবার সম্পর্ক
সাবা আজাদ কেবল একজন অভিনেত্রীই নন, একজন গায়িকাও বটে। বিনোদন জগত ছাড়াও তাঁর একটি গানের ব্যান্ড রয়েছে। পাশাপাশি থিয়েটারেও এখনও নিয়ম মেনে সক্রিয় ভাবে অভিনয় করেন। হৃতিক এবং সাবাকে অনেকবার একসঙ্গে ডিনার ডেট দেখা গিয়েছে। তাছাড়াও অভিনেতার পারিবারিক আড্ডায়, পুজোতে সাবাকে দেখা যায়। গত বছর নায়কের দিদির বাড়িতে গণেশ উৎসবে অংশ নিতে দেখা গিয়েছিল সাবাকে। তাছাড়াও হৃতিকের বাড়ির ছোট বড় পার্টিতেও দেখা যায় অভিনেত্রীকে। হৃতিকের পরিবার তো বটেই পাশাপাশি নায়কের সন্তানদের সঙ্গেও সাবার খুব ভালো সম্পর্ক।
আরও পড়ুন: 'ধূমকেতু' দেখতে যাবেন সৌরভ? 'দেব-শুভশ্রী দু'জনে…', দেশু জুটি প্রসঙ্গে যা বললেন দাদা
হৃতিকের সম্পত্তি প্রসঙ্গে
অন্যান্য প্রথম সারির অভিনেতাদের থেকে হৃতিকও ব্যতিক্রমী নন। মুম্বইতে হৃতিক রোশনের অনেক সম্পত্তি রয়েছে। জুহুতে তাঁর 'ভার্সোভা' নামে সমুদ্রমুখী অ্যাপার্টমেন্টটিও খুব বিখ্যাত, যেখানে তিনি বর্তমানে তার সন্তানদের সঙ্গে থাকেন।