‘মিলিয়নেয়ার ইন্ডিয়া ট্যুর-২০২৫’ শুরু করেছেন হানি সিং। শনিবার রাতে মুম্বইয়ে কনসার্টের শুরুতেই অনুরাগীদের মন জয় করে নেন হানি। ইতিমধ্যেই বিপুল জনতার উল্লাসের মধ্যে হানির পারফর্ম করার বেশকিছু ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। তবে হানির শোয়ের যে বিষয়টি নিয়ে চর্চা হচ্ছে সেটি হল এদিন র্যাপার বাদশা ও রাফতারকে নিয়ে কটাক্ষ করে বসেন হানি সিং।
বাদশা, রাফতারকে নিয়ে হানি সিংয়ের কটাক্ষ
সোশ্যালে উঠে আসা একটি ভিডিয়ো ক্লিপে হানিকে বলতে শোনা যাচ্ছে,'ক্যায়ি লোগ কেহতে হ্যায় কি ও মেরে ভাই হ্যায়। ক্যায়ি লোগ কেহতে হ্যায় কি মেরা কামব্যাক নেহি হো রাহা। অউর ফির কেহতে হ্যায় ও মেরে গানে লিখতে থে। অউর ফির কেহতে হ্যায় কি উও মেরি তকদির লিখ দেঙ্গে (কেউ বলে যে তারা আমার ভাই। কেউ বলে যে আমি কখনওই কামব্যাক করতে পারব না। সে নাকি আবার আমার জন্য গানও লিখেছে। আর তাই তাঁরা আমার ভাগ্যও লিখ দেবে)।'আরও পড়ুন-মঞ্চে উঠে ডুয়েটে 'ভজ গৌরাঙ্গ', রুক্মিণী খেই হারালেও সামলে নিলেন কুণাল! ট্রোল বলছে,'চোর কুণাল প্রাকটিস করছে'