টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নাম হিনা খান। হালে নিজের অসুস্থতার জন্য সংবাদ শিরোনামে থেকেছেন অভিনেত্রী। ক্যানসার আক্রান্ত হিনা খান সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালকে বিয়ে করেছেন। আপতত দুজনেই রিয়েলিটি শো পতি পত্নী অউর পাঙ্গার অংশ। শোয়ের আসন্ন পর্বে দম্পতিদের হাটে হাঁড়ি ভাঙতে হাজির তাঁদের শাশুড়িরা।
সেখানেই হিনাকে নিয়ে বেফাঁস তাঁর শাশুড়িমা। স্টার প্লাসের জনপ্রিয় মেগা সিরিয়াল ইয়ে রিশতা ক্য়ায়া কহলাতা হ্যায়-তে সংস্কারি বউমা রূপে গোটা দেশের নয়নের মণি হয়ে উঠেছিলেন হিনা। কিন্তু বাস্তবের হিনার সঙ্গে অক্ষরার কোনও মিল নেই, সেই কথা সাফ জানালেন রকির মা। তিনি বলেন বাড়িতে রান্না করেন না হিনা এবং ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-তে তাঁর চরিত্রের মতো 'সংস্কারী' নন। যদিও এই কথা বলতে গিয়েব বেশ আমতা আমতা করছিলেন তিনি। এরপরই রকি প্রকাশ করেছেন যে তাঁর মা তাঁর চেয়ে হিনাকে বেশি ভয় পান। রকির মা হিন্দিতে বলেন, ‘আমি কিছু বলতে চাই। আমি তাঁর সম্পর্কে এই একটি জিনিস অপছন্দ করি, আমি সারা দিন বিভিন্ন পদ রান্না করি, এবং যদিও ওর (হিনা) মশলা সম্পর্কে কোনও জ্ঞান নেই বা এমনকি ওর অভিধানে রান্নাঘর শব্দটাই নেই তবুও আমার রান্নায় খুঁত ধরে হিনা। ওর প্রচণ্ড ট্যানট্রাম আছে। আমি ওর শাশুড়ি হতে পারি, কিন্তু বাড়িতে ওর সঙ্গে ঝামেলা করার সাহস কার হবে?’
তিনি আরও বলেন, ‘যখন টিভিতে ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় সম্প্রচারিত হত, আমি প্রতিদিন ওর অভিনয় দেখতাম, মন থেকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যেন আমিও এমন বউমা পাই। আমি তার মতো পুত্রবধূ পেয়েছি, তবে সে মোটেই অক্ষরার মতো সংস্কারি নয়। তারপরও সে আমাদের সংসারের প্রাণ’। সঞ্চালক মুনাওয়ার ফারুকি তখন স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি বোঝাতে চেয়েছেন হিনা ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-তে তাঁর চরিত্রের মতো সংস্কারি নন।
হিনা ২০০৯ সালে ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায় শো দিয়ে তার অভিনয় যাত্রা শুরু করেছিলেন এবং অক্ষরা চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকার তকমা অর্জন করে নেন। ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল এই শো-এর সেটে দেখা হয়েছিল হিনা ও রকির। তাঁরা ২০১৭ সালে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন এবং ২০২৫ সালের জুনে বিয়ে করেন।
বিয়ের ছবি পোস্ট করে হিনা লিখেছেন, ‘দুটি ভিন্ন জগৎ থেকে আমরা ভালোবাসার একটি মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের পার্থক্য ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় সারিবদ্ধ হয়েছে, শেষ জীবনের জন্য একটি বন্ধন তৈরি করেছে। আমরা আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা এবং একসাথে, আমরা সমস্ত বাধা অতিক্রম করি। আজ, আমাদের মিলন চিরকালের জন্য ভালবাসা এবং আইনের মধ্যে সিলমোহর করা হয়েছে। আমরা স্ত্রী ও স্বামী হিসেবে আপনাদের আশীর্বাদ ও কামনা চাই।’ গত বছর স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন হিনা। তারপর এই প্রথম কোনও প্রোজেক্টর অংশ হয়েছেন অভিনেত্রী।