রথযাত্রার দিন ব্রজভূমি থেকে মা-বাবা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন বিদেশিনী চিন্তামণি ডায়না ও অভিনেতা গৌরব মণ্ডল। বৃন্দাবনেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন চিন্তামণি। এবার রাধাঅষ্টমীতে সামনে আনলেন মেয়ের ছবি।
তাঁদের সন্তান জন্মানোর পর থেকেই অনুরাগীরা অধীর আগ্রহে তাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন। অনেকেই আগ্রহী জানতে যে, কার মতো দেখতে হল খুদের মুখ। সেই সব অপেক্ষার অবসান করে রবিবার রাধাঅষ্টমীর দিন চিন্তামণি ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। সেখানেই দেখা মেলে একরত্তির। রাধারাণীর মতো সাজিয়েই মেয়েকে সকলের সামনে আনেন গৌরব-চিন্তামণি। ভিডিয়োয় দেখা যায় একরত্তির পরনে গোলাপি রঙের জড়ি পাড়ের শাড়ি, কপালে চন্দন কুমকুম দিয়ে আঁকা কল্কা। ফুলের বিছানায় বাবা মায়ের মাঝে শুয়ে আনন্দে হাত পা ছুঁড়ে খেলা করছে।
আরও পড়ুন: ভাগ্নের জন্মদিনে সাহেব পোস্ট করতেই ‘সুস্মিতা মামি’ বলে নায়িকাকে সম্বোধন নেটিজেনদের!
একরত্তির এই মিষ্টি ভিডিয়ো পোস্ট করে চিন্তামণি ক্যাপশনে লেখেন, ‘জয় শ্রী রাধে, শুভ রাধাষ্টমী। আমাদের প্রিয় বান্ধবী, রাস্মিতা রাধে দাসী। ওঁর নামের অর্থ 'কৃষ্ণের জন্য শ্রী রাধার অমৃত দিব্য প্রেমময় স্নিগ্ধতার দাসী। বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে এমন ছোট্ট ব্রজবাসী কন্যা!' তৃতীয় প্রজন্মের ভক্ত। ও শ্রীমতী রাধারাণীর কৃপা। রাস্মিতা শ্রী রাধার এক ক্ষুদ্র দিব্য স্ফুলিঙ্গ, যার হৃদয়ে শ্রীকৃষ্ণ বাস করেন। আজ, আমরা ওঁকে সকলের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। ওর জীবন সব সময় শ্রীরাধিকার প্রেমময় সেবায় নিমজ্জিত থাকুক। আমাদের যা কিছু আছে তা কেবল তাঁদের অসীম করুণার উপহার।'
খুদের ছবি প্রকাশ্যে আসতেই ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ছোট্ট রাধা রানী... আজ তোমাকে দেখে আমি ধন্য। অনেক ভালোবাসা, আমাদের সোনা মেয়ে।’ আর একজন লেখেন, ‘ওহ ওর চোখ।’ আর এক নেটিজেন লেখেন, ‘ওর চোখগুলো ওঁর মায়ের মতো।’
আরও পড়ুন: 'রাত তিনটে সময় অন্তঃসত্ত্বা অবস্থায় কাকুতি-মিনতি করে…', মা চাঁদনির নাম না করেই ট্রোলারদের জবাব অহনা!
প্রসঙ্গত, রাধা-কৃষ্ণের প্রেমে, সুদূর রাশিয়া ছেড়ে, ব্রজভূমিতে এসেছিলেন চিন্তামণি। তাঁর বাবা-মা ইস্কনের সঙ্গে যুক্ত, তাই ছোট থেকেই কৃষ্ণপ্রেমের আবহেই তাঁর বড় হওয়া। আর সেই সূত্র ধরেই তাঁর আসা ভারতে। তারপর গৌরবের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। ২০২৫ সালের জানুয়ারি মাসে, বৃন্দাবনেই বিয়ে হয় তাঁদের। আংটি বদল সেরে তাঁরা সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অবশ্য সেই ২০২২ সালেই। তারপর আইনি বিয়ে করলেও, সামাজিক বিয়েটা হয় ২০২৫ সালের জানুয়ারি মাসে। আর জুনেই কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান।