বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যা দিন দিন বাড়তেই থাকছে। সমাজমাধ্যমে পরিচিতি তো আছেই, পাশাপাশি অল্প সময়ের মধ্যে ভালো অর্থও আয় করা যায়। তাই ভালো কিছু আইডিয়া থাকুক না থাকুক হাতে স্মার্ট ফোন থাকলেই তা নিয়ে নিজের বা কিছু এক ধরনের ভিডিয়ো পোস্ট করে কিছু মানুষ বিখ্যাত হওয়ার প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। কনটেন্ট ক্রিয়েশনের নামে অনেকে কেবল নিজেকে দেখান। আবার অনেক সময় দেখা যায় ফুড ভ্লগিংয়ের নামে কিছু কিছু ইউটিউবার কিছু বিশেষ বিশেষ দোকানে গিয়েই ভিড় জমান দল বেঁধে। একই ধরেনের কথা, 'ঝরে ঝরে পড়ছে'-এর মতো কিছু চিরাচরিত সংলাপ শোনা যায় তাঁদের মুখে। তাঁদের মধ্যে দর্শকদের নতুন কিছু দেওয়ার প্রবণতাই সেভাবে নেই। ফলে তাঁদের ভিডিয়ো দেখেও দর্শকরাও বেশ বিব্রত। এবার সেই ধরনের ক্রিয়েটর ও ভিডিয়ো নিয়ে মুখ খুললেন বাংলার অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গৌরব তপাদার।
আরও পড়ুন: ফের একসঙ্গে ছোটপর্দায় ফিরছেন তনুশ্রী, অরিজিতা, মানসী? কোন চ্যানেলে দেখা যাবে তাঁদের?
স্টেট আপ উইথ শ্রীতে এই প্রসঙ্গে তাঁকে নানা কথা বলতে শোনা যায়। তিনি ওই সব তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরদের নকল করে বলেন, 'চলে এসেছি একটা বিরিয়ানির দোকানের সামনে, ঝরে ঝরে পড়ছে, কেমন হচ্ছে দাদা বিরিয়ানি, এই সব তো আমরা করি না। এগুলো আমরা করতে পছন্দ করি না। নিজেকে দেখানোটা কনটেন্ট হতে পারে না। কনটেন্টের মধ্যে কিছু ভ্যেলু অ্যাড করতে হবে। ধারাবাহিকতা আর কঠোর পরিশ্রম এতটাই গুরুত্বপূর্ণ, যেটা না থাকলে কোনও ক্ষেত্রেই উন্নতি করা সম্ভব নয়।'
প্রসঙ্গত, সদ্যই তাঁর নতুন স্বল্প দৈর্ঘ্যের ছবি 'আমিষ' মুক্তি পেয়েছে। গৌরবের চ্যানেলের সবথেকে জনপ্রিয় শো 'প্রেতকথা' এই ছবিটি প্রযোজনা করেছেন। ছবিটি পরিচালনা করেছেন অরুণাভ খাসনবিশ। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর প্রীতি সরকারকে।
গৌরবের 'প্রেতকথা' শোতে মূলত তাঁর দর্শকরা এসে নানা ভৌতিক ও অলৌকিক ঘটনার সকলের সঙ্গে ভাগ করে নেন। তবে কেবল গৌরবের দর্শকরা নন। বাংলা বিনোদন জগত থেকে স্যোশাল মিডিয়ার তারকাদেরও তাঁর এই শোয়ে নজর কাড়তে দেখা দিয়েছে। এর আগে অরুণাভ খাসনবিশ ও প্রীতি সরকারকেও তাঁর শোতে দেখা গিয়েছে। তাছাড়া রামকমল মুখোপাধ্যায়, মধুমিতা সরকার, রুদ্রনীল ঘোষ, লাফটারসেন, বংগাইকেও এই শোতে নজরকাড়তে দেখা গিয়েছে।