অনেকেরই ধারণা কাজের জায়গায় নাকি ভালো বন্ধু পাওয়া যায় না। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে নাকি ভালো বন্ধু হয় না। কিন্তু তনুশ্রী গোস্বামী, অরিজিতা মুখোপাধ্যায় ও মানসী সেনগুপ্ত এই ধারণাকে নস্যাৎ করে দিয়েছেন। সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই এই ত্রয়ীর বন্ধুত্ব সকলের নজর কাড়ে। 'নিম ফুলের মধু' ধারাবাহিককে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু হয়। এখন তাঁরা এক মেগায় আর কাজ করেন না ঠিকই, কিন্তু এখনও তাঁদের সখ্যতা অটুট। আর এবার ফের একসঙ্গে তাঁরা নতুন কোনও কাজ নিয়ে ফিরছেন এমনটাই তনুশ্রী একটি পোস্টের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।
স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'রাজরাজেশ্বরী রাণী ভবাণী'তে এখনও মানসী ও অরিজিতা একসঙ্গে দেখা যায়। তবে কি এবার সেই মেগায় তনুশ্রীও যোগ দিতে চলেছেন? কিছু দিন আগেই এই মেগার মেকআপ রুমে, ইন্দ্রপুরী স্টিডিয়োতে দেখা গিয়েছিল তনুশ্রীকে। যদিও সেখানে অর্পিতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে এবার কি তিনিও সেই মেগায় নতুন কোনও ভূমিকায় যোগ দিচ্ছেন? নাকি তাঁদের সম্পূর্ণ নতুন কোনও মেগাতে একসঙ্গে দেখা যাবে?
না না দুটোর কোনওটাই নয়, সম্ভবত তাঁদের তিনজনকে একসঙ্গে 'দিদি নম্বর ওয়ান' -এ দেখা যেতে পারে। নিশ্চয়ই ভাবছেন কেন? সোমবার তনুশ্রী ইনস্টাগ্রামে যে ছবিটি শেয়ার করেন, সেখানে তিনজনের দেখা মেলে। তনুশ্রীর পরনে ছিল পাড়ে নীল কল্কা করা লেমন গ্রিন রঙের শাড়ি ও নীল স্লিভলেস ব্লাউজ। অন্যদিকে, নীলের উপর স্লেফ রঙের ববি প্রিণ্ট শাড়ি ও নীল স্লিভলেস ব্লাউজে সেজে উঠেছিলেন মানসী। অরিজিতার পরনে ছিল সরু লাল পাড় কালো শাড়ি ও লাল ব্লাউজ। হালকা সাজে তিন জনকেই বেশ মিষ্টি দেখাচ্ছিল। তাঁদের মুখে লেগেছিল একরাশ আনন্দ, উত্তেজনা আর গাল ভরা হাসি। তাঁদের ব্যাকগ্রাউন্ডেই আবছা ভাবে দিদি নম্বর ওয়ানের পোস্টার দেখা যাচ্ছিল। সেখান থেকে অনুমান করা যায় যে, তাঁদের একসঙ্গে খুব তাড়াতাড়ি জি বাংলার জনপ্রিয় গেম শো 'দিদি নম্বর ওয়ান-এর মঞ্চে সম্ভবত দেখা যেতে পারে।
ছবিটি পোস্ট করে তনুশ্রী ক্যাপশনে লেখেন, ‘আবার একসঙ্গে.. কীসের জন্য? ক্রমশ প্রকাশ্য।’ তাঁদের এই ছবি প্রকাশ্যে আসতেই তিন সখীকে বহুদিন পর এক ফ্রেমে দেখে অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন।