পুজো মানেই এখন উইন্ডোজ প্রোডাকশন হাউজের মুখ আবির চট্টোপাধ্যায়। ২০২৩ সালে এসেছিল 'রক্তবীজ'। সেখানে 'পঙ্কজ সিংহ' সকলের মন জয় করে নিয়েছিল। তারপর ২০২৪-এ শিবপ্রসাদের সঙ্গে থানার 'বড়বাবু' হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন নায়ক। এবছরও পুজোয় তাঁর বহুল প্রতীক্ষিত ছবি 'রক্তবীজ ২' আসছে। তবে তার পাশাপাশি আসছে অভিনেতার আর এক ছবি 'যত কান্ড কলকাতাতেই'। তবে বছর তিনেক আগে পরিচালক নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে চুক্তি হয়েছিল অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের। সেই অনুসারে পুজোর ছবিতে যদি আবীর উইন্ডোজের মুখ হন, তবে তিনি পুজোর অন্য কোনও ছবি করতে পারবেন না, আর যদি করেনও, নায়ক প্রচারে উপস্থিত থাকতে পারবেন না। সেই ভাবেই ‘যত কান্ড কলকাতাতেই’-এর প্রচারে নায়ককে দেখা যাচ্ছে না।
আর তা নিয়েই বিরক্ত এই ছবির পরিচালক অনীক দত্ত ও প্রযোজক ফিরদৌসল হাসান। এক সাংবাদিক সম্মেলনে অনীককে বলতে শোনা যায়, ‘আবির, শিবু দু'জনকেই স্নেহ করি। নন্দিতাদি, শিবুর এ বছরের পুজোর ছবি ‘রক্তবীজ২’-এর গান, ট্রেলার দেখেছি। আমাদের ছবি আর শিবুদের ছবি সম্পূর্ণ আলাদা। তা হলে শিবু এত ভয় পাচ্ছে কেন! কেনই বা নিরাপত্তাহীনতায় ভুগছে?’
এবার তা নিয়েই মুখ খুললেন আবির। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক এই প্রসঙ্গে বলেন, 'প্রযোজকের সিদ্ধান্ত নিয়ে অভিনেতা হিসেবে আমার কিছু বলার থাকতে পারে না। তবে তিনি সবটা জেনেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন। ছবির ডাবিং-এর সময়েও বলেছিলাম, ২০২৫-এর পুজোয় ‘রক্তবীজ২’ মুক্তি পাচ্ছে। একই সময়ে এই ছবি মুক্তি পেলে সমস্যা তৈরি হতে পারে।'
আরও পড়ুন: 'ও যা করেছে সেটা ভালোবাসা থেকেই…', 'দুই বাচ্চার মা…’ বিতর্কের মাঝে শুভশ্রীকে নিয়ে যা বললেন দেব
তিনি আরও বলেন, ‘চুক্তি তো রয়েছে বটেই। কিন্তু চুক্তি বাদ দিলেও, একজন অভিনেতা কি কখনও চাইবে পুজোয় দর্শক ভাগ হয়ে যাক? আমি মনে করি ‘যত কাণ্ড কলকাতাতেই’ ছবিটা নিজগুণেই সফল হওয়ার মতো। আলাদা করে পুজোয় মুক্তি না দিলেও হত। আমি এ-ও বলে দিয়েছিলাম, ‘প্রচারে থাকতে পারব না’। হাসানদা বলেছিলেন, ‘দেখছি’।’
তবে শোনা যাচ্ছিল যে ছবি নাকি আবিরের অনুরোধেই আগের পুজোয় মুক্তি পায়নি। নায়ক অবশ্য এই বিষয়ে দাবি করেন, তাঁদের ছবির ডাবিং চলতি বছরের জুনে হয়েছে। যদি আগের পুজোতেই মুক্তির কথা ভাবা হত, তাহলে এত পরে কেন ডাবিং হল? সেই প্রশ্নও ছুঁড়ে দেন।