আজ সারা দেশে জুড়ে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। বিশেষ করে মুম্বইতে আজ দারুণ জাঁকজমক। বহু বলিউড তারকার বাড়িতেও আজ গণেশ পুজো। তাঁরা বাড়িতে নিয়ে এসেছেন ভগবান গণেশের মূর্তি। কিন্তু এরই মধ্যে শিল্পা শেট্টির মন ভালো নেই। আসলে, শিল্পা প্রতি বছর খুব জাঁকজমকের সঙ্গে বাড়িতে গণেশ পুজো করেন। তাঁর বাড়িতে পুরো ১১ দিন ভক্তির সঙ্গে ভগবানের পুজো করেন। কিন্তু পরিবারের কাছের মানুষের মৃত্যুর কারণে তিনি গণপতি বাপ্পাকে বাড়িতে আনতে পারেননি। তাই শিল্পা গণেশ পুজোর একটি পুরনো ভিডিয়ো শেয়ার করেছেন।
আরও পড়ুন: ভক্তি ও শক্তি মিলে মিশে একাকার রঘু ডাকাতের প্রথম গান ‘জয় কালী’তে! রূপা-সোহিনীর বড় চমক
অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সেখানে তিনি তাঁর দুই সন্তান এবং স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে বাড়িতে ভগবান গণেশের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। এই ভিডিয়োর ক্যাপশনে শিল্পা লিখেছেন যে, ‘বাপ্পা ছাড়া বাড়ি অসম্পূর্ণ।’ তিনি আরও লেখেন, ‘তুমি ছাড়া বাড়ি অসম্পূর্ণ মনে হয়। কিন্তু তোমার আশীর্বাদে হৃদয় পূর্ণ।’
আরও পড়ুন: কুকুরের থেকেও কম টাকা পারিশ্রমিক পেয়েছিলেন রুদ্রনীল! স্ট্রাগলের কথা ভাগ করে নিলেন অভিনেতা
এই পোস্টে, একজন মন্তব্য বলেছেন যে, তিনি আগামী বছর এই উৎসবটি খুব জাঁকজমকের সাথে উদযাপন করবেন। আর এক অনুরাগী লিখেছেন যে, এই গণেশ চতুর্থীতে তাঁর নাচের কথা মনে করছেন।
আরও পড়ুন: ছবিতে কাজ করার জন্য দেব কোয়েলকে ব্ল্যাঙ্ক চেকে সই করে দিয়েছিলেন! তারপর নায়িকা কী করেছিল জানেন?
আরও পড়ুন: অষ্টম দিনেও বক্স অফিসে টক্কর ‘কুলি’ ও ‘ওয়ার ২’-র! আয়ের ভিত্তিতে এগিয়ে কে, রজনীকান্ত না হৃতিক রোশন?
কাজের সূত্রে, অভিনেত্রী বর্তমানে টিভি রিয়েলিটি শো সুপার ড্যান্সারের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি, তিনি 'কেডি: দ্য ডেভিল' চলচ্চিত্রের মাধ্যমেও ফিরে আসছেন। এই ছবিতে সঞ্জয় দত্ত, নোরা ফাতেহির মতো অভিনেতাদের দেখা যাবে। ছবিটি ৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।