
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
১০ জানুয়ারি সিনেমাহলে আসছে ‘গেম চেঞ্জার’। তবে তার আগে সামনে এসেছে ছবির ট্রেলার। শঙ্করের প্রথম তেলুগু ছবি গেম চেঞ্জারের ট্রেলার লঞ্চ করতে হাজির হয়েছিলেন এস এস রাজামৌলি। আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলা এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রাম চরণ ও কিয়ারা আডবানি। ছবিতে বাবা ও ছেলের দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন রামচরণ। এদিকে ছবির ট্রেলার দেখে নানান মতামত দিয়েছেন নেটিজেনরা।
বৃহস্পতিবার সন্ধেয় গেম চেঞ্জারের ট্রেলার দেখে অনেকেই হতবাক। দর্শকদের অনেকেই দ্বৈত চরিত্রে রামচরণকে দেখে মুগ্ধ হয়েছেন। একজন এক্স (পূর্বে টুইটার)এ লিখেছেন, ‘গেম চেঞ্জার ট্রেলার দেখার পরে আমি ভালাম, ইন্নি ভ্যারিয়েশন চুপেত্তাভ এন্টাইয়া (এত বৈচিত্র্য কিভাবে দেখালেন)। আরও একজন লিখেছেন, ’এই ট্রেলার দেখে আলাদা কিছুই মনে হয়নি, তবুও ট্রেলারটি মন্দ লাগেনি।' কারোর কথায়, ‘ট্রেলারটি আহামরি কিছু নয়, তবে আশাবাদী যে ছবিটি অনেকেরই বেশ পছন্দ হবে।’
আরও পড়ুন-ভোর ৩টের সময় আম্বানিদের ফোন, দুবাই সফর বাতিল করে কেন জামনগর পৌঁছলেন ভারত জে মেহরা?
আরও পড়ুন-নরকে নতুন রাক্ষসদের মুখোমুখি হতে চলেছেন হাতিরাম, আসছে পাতাললোক ২, দেখুন তারই ঝলক…
'গেম চেঞ্জার' ট্রেলারে রামচরণকে একজন ছাত্র, একজন পুলিশ অফিসার এবং এমনকি একজন আইএএস অফিসার হিসাবে ওদেখানো হয়েছে। তবে এতে তাঁর বাবাকেও রাজনৈতিক নেতা হিসেবে দেখানো হয়েছে। তবে ট্রেলারে ইঙ্গিত মেলে যে রামচরণের বাবার সঙ্গে দুর্ভাগ্যজনক কিছু ঘটেছিল, আর সেটাই রামচরণকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য পরিচালিত করে। তবে এই ছবির বিষয়বস্তু শঙ্করের একটা তামিল ছবির অনুরূপ বলে মনে করেছন অনেকেই।
এক ব্যক্তি অর্জুন সারজা অভিনীত মুধভালান (ওকে ওক্কাডু) এবং বিক্রম অভিনীত 'সামি স্কোয়ার'-এর পোস্টার শেয়ার করে ইঙ্গিত দিয়েছেন যে 'গেম চেঞ্চার'-এর থিমের সঙ্গে এই দুটি ছবির মিল রয়েছে। ' আরেক ভক্ত 'এক্স'-এ লিখেছেন, ‘এটা মুধলবন ভাইবস দিচ্ছে। আরও একজন লিখেছেন ’এটা শিবাজি ও ইন্ডিয়ান ২ এর কথা মনে করিয়ে দেয়', কারের মন্তব্য ‘গেম চেঞ্জার = মুধলবন + শিবাজি + ইন্ডিয়ান -২।’ একজন রেডিট ব্যবহারকারী এটিকে সংক্ষেপে বলেছিলেন, ‘টিপিক্যাল শঙ্কর টেম্পলেট মুভি। হয় ব্লকবাস্টার নয়তো বিপর্যয়। আনপ্রেডিক্টেবল।’ কারোর কথায়, ‘ প্রত্যাশার চেয়ে ভালো কিন্তু ২০১০ সালের শুরুর দিকের কথা মনে হচ্ছে।’
আরও একজন লিখেছেন, ‘ট্রেলারে রামের ঘোড়ায় চড়ার আরও একটি শট রাজামৌলির মাগধীরার কথা মনে করিয়ে দিল।’ ট্রেলার লঞ্চে রাজামৌলি মজা করে রাচরণকে ‘আমার ছবি ছাড়া অন্যকারোর ছবিতে ঘোড়ায় চড়বেন না।’
গেম চেঞ্জার রাম নামে একজন আইএএস অফিসার A আপ্পান্না নামে এক রাজনৈতিক নেতার গল্প বলে। আপ্পান্নার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অঞ্জলি এবং রামের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা। ছবিতে তাঁরা ছাড়াও রয়েছেন সামুথিরাকানি, এস জে সূর্য, শ্রীকান্ত, প্রকাশ রাজ এবং সুনীল। পরিচালক কার্তিক সুব্বারাজ ছবির গল্প লিখেছেন, সংলাপ লিখেছেন সাই মাধব বুরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports