সালটা ছিল ২০২০, সেই কোভিড বছরেই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছিল পাতাললোক। দর্শকদের মন কেড়েছিল ওয়েব সিরিজটি। এরপর ২১, ২২, ২৩ ,২৪ কেটে গিয়েছে দীর্ঘ ৪টি বছর, আরও একবার দর্শদের মনোরঞ্জন করতে আসছে পাতাললোক ২। আরও একবার সেই সাহসী পুলিশ হাতিরাম চৌধুরীর ভূমিকায় ফিরছেন জয়দীপ আহলাওয়াত। এছাড়াও ইমরান আনসারির ভূমিকায় ফিরছেন ইশওয়াক সিং। তবে তার আগে সামনে এল পাতাললোক ২ টিজার।
পাতাললোক ২ টিজার
পাতাললোক ২ এর টিজারে দ্বিতীয় সিজনের কোনও অংশই দেখা যায়নি, তবে এটা নতুন একটা অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দেয়। হাতিরাম প্রচণ্ড মারধর করে একটা লিফটের মধ্যে ঢুকে পড়েন। যেটা কিনা আবার দ্রুত খারাপও হয়ে যায়। হাতিরাম এমন এক ব্যক্তির গল্প বলতে শুরু করেন, যিনি কিনা তাঁর বিছানার নীচে থাকা একটা ছারপোকাকে মেরে ফেলেন। তাঁকে তখনই গ্রামবাসীরা সাহসী ও শক্তিশালী হিসাবে প্রশংসা করতে শুরু করেন। তবে শীঘ্রই নতুন করে অসংখ্য ছারপোকা তাঁর বিছানার নীচে ছড়িয়ে পড়তে শুরু করে। তাঁকে পুরোপুরি ঘিরে ফেলে, পাতাল লোক এমনই এক ধরনের পোকামাকড়ে পূর্ণ।
আরও পড়ুন-ভোর ৩টের সময় আম্বানিদের ফোন, দুবাই সফর বাতিল করে কেন জামনগর পৌঁছলেন ভারত জে মেহরা?
ইউটিউবের টিজারের কমেন্ট সেকশনে অনুরাগীরা এই ওয়েব সিরিজের সিজন ২ প্লট ঠিক কেমন হবে, তা নিয়ে নানান কিছু অনুমান করেছেন। একজন লিখেছেন, ‘উনি যেহেতু পোকামাকড় হত্যাকারীর কথা বলছেন তিনি তাই আশা করি আমরা এবার অনেক অ্যাকশন দেখতে পাব, নতুন মরসুমের অপেক্ষা রয়েছি।’ একজন পরামর্শ দিয়েছেন। ‘হাতিরাম, আশাকরি এই অপেক্ষার মূল্য পাব প্রথম সিজন ভালো লেগেছে’।
পাতাললোক ২
জানা যাচ্ছে নতুন এই সিজনে জয়দীপ আহলাওয়াত, ইশওয়াক সিং ছাড়াও নতুন এন্ট্রি নিচ্ছেন তিলোত্তমা সোম এবং গুল পানাগ। এই ওয়েব সিরিজটি আগামী ১৭ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে দেখা যবে।
অবিনাশ অরুণ ধাওয়ারে পরিচালিত এবং সুদীপ শর্মা প্রযোজিত এই সিরিজটি ইউনোয়া ফিল্মস এলএলপির সহযোগিতায় ক্লিন স্লেট ফিল্মজ প্রযোজনা করেছে।
সিরিজের নির্মাতা এবং সঞ্চালক সুদীপ শর্মা প্রাইম ভিডিওর শেয়ার করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে নিজের আবেগ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, ‘প্রথম মরসুমের দর্শকদের থেকে অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া পাওয়ার পর এটা আমাকে আবারও গল্পগুলি তৈরি করতে অনুপ্রাণিত করেছে। আমরা এই নতুন অধ্যায়ে অপরাধ, রহস্য এবং সাসপেন্সগুলি আরও বাড়িয়েছি।’