
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাবার বয়সি নায়কের সঙ্গে কোমর দুলিয়ে ‘অশ্লীল’ ভঙ্গিতে নাচ করে নেটিজেনদের কাছে চরম ট্রোল হলেন উর্বশী রাউতেলা। তাঁর বয়স ৩০, সেখানে ৬৪ বছরের নায়কের সঙ্গে অশালীন ভঙ্গিতে নাচার জন্য নায়িকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে নেটাগরিকরা। এমন ‘অশ্লীল’ নাচ কীভাবে নাচতে পারেন নায়িকা? সেই প্রশ্ন তুলে অনেকেই তাঁকে কটাক্ষ করেছেন। ছিঃ ছিক্কার নেটদুনিয়ায়।
বড় পর্দায় এখন খুব একটা নজর কাড়েন না উর্বশী। বলিউডে তাঁকে বেশি কাজ করতেও দেখা যায় না। তবে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। তাঁকে নিয়ে মাঝে মাঝেই শোনা যায় নানা প্রেমের গুঞ্জণ। তবে এবারে তেলুগু স্টার নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে অশালীন মিউজিক ভিডিয়োর জন্য রোষানলের মুখে নায়িকা। তেলুগু সিনেমার ‘ডাকু মহারাজ’-এর সঙ্গে এমন ভাবে অভিনেত্রী নেচেছেন তা খুব অশালীন মনে হয়েছে নেটপাড়ার একাংশের।
আরও পড়ুন: পুরীতে সিরিয়াল কিলিং, পর্দা ফাঁস করতে নতুন রূপে 'একেন'! ট্রেলার প্রিভিউতে বড় চমক অনির্বাণের
একজন তাঁদের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘এ কী দেখতে হচ্ছে? এত বয়স্ক একজন মানুষ এভাবে নাচছেন, তাও মেয়ের বয়সী নায়িকার সঙ্গে? কোরিওগ্রাফার যতই এইসব শেখাক না কেন, নায়ক কীভাবে রাজি হতে পারেন? অত্যন্ত কুরুচিকর।’ পাশাপাশি উর্বশী এমন নাচের জন্য কীভাবে রাজি হলেন, সেই প্রশ্নও তুলেছেন।
কাজের সূত্রে ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার হাত ধরে বি-টাউনে পা অভিনেত্রী। তবে তাঁর কেরিয়ারে হিট ছবি সেভাবে নেই বললেই চলে। তেলুগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন ববি দেওলের। চলতি মাসের ১২ তারিখ এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: সাহেব-সুস্মিতা প্রেমের গুঞ্জন, ‘সেই দিনের কথা আজও ভুলিনি’! কোন বিশেষ মুহূর্তের কথা ফাঁস করলেন নায়ক?
প্রসঙ্গত কিছুদিন আগেই উর্বশীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল এক ব্যক্তি অভিনেত্রীকে শীঘ্রই তাঁর জীবনসঙ্গীর সঙ্গে দেখা করানোর অবদার করেন। উত্তরে উর্বশী বলেন, ‘না এখনই দেখা করানো যাবে না। কারণ এখন কাটনি যোগ চলছে। যদি কারুর কাটনি যোগ চলে তবে তাঁর সেই সময় বিয়ের মতো শুভ কাজ করা উচিত নয়। এই সময়টা বিয়ের জন্য একেবারেই উপযোগী না। এতে ভালোর বদলে খারাপ হবে।’
উল্লেখ্য, এর আগে ঋষভ পন্তের সঙ্গে উর্বশী প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু কয়েক বছর আগে ঋষভ উর্বশীর সঙ্গে ডেটিংয়ের কথা অস্বীকার করেছিলেন। তবে ২০২২ সালে ঊর্বশী ইঙ্গিত দিয়েছিলেন যে ঋষভ একবার প্রায় ১০ ঘন্টা তাঁর জন্য নাকি হোটেলে অপেক্ষা করেছিলেন। তাঁর ১৬-১৭টি মিসড কল দেখে মন খারাপ হওয়ার কথা জানিয়েছিলেন নায়িকা। সাক্ষাৎকারে তাঁকে 'মিস্টার আরপি' বলে সম্বোধন করেছিলেন তিনি।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports