নেটপাড়া জুড়ে এখন তাঁদের প্রেমের চর্চা, কিন্তু সত্যি তাঁরা ভালোবাসায় বাধা পড়েছেন কিনা তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সাহেব-সুস্মিতা। টিআরপি রেটিং অনুযায়ী বাংলা টেলিভিশনের সেরা তিনের মধ্যেই ঘোরাফেরা করে এই মেগার নাম। ধারাবাহিককে ‘গোবরদেবী’ সুস্মিতা সব সময় তাঁর 'পাচকমশাই'-এর খেয়াল রাখেন। গুলি সামনেও বুক পেতে দেন। কিন্তু তিনি কিনা শেষে সাহেবের হাতে খুরপি দিয়ে ব্যথা দিয়েছিলেন।
ধারাবাহিকের মুখ্য চরিত্র 'কথা' ও ‘এভি’ বর্তমানে বাংলার ঘরের মানুষ। গুহ পরিবারের সদস্যদের নানা মজার মজার কাণ্ড কারখানা এখন মাতিয়ে রাখে বাংলামেগা-প্রেমিদের। তাঁদের মধ্যকার রসায়নও পরিবারের মতোই। আর সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্যের কেমিস্ট্রি দেখে তো অনেকেই মনে করেন যে তাঁরা বাস্তব জীবনের প্রেম করছেন। কিন্তু এই সুস্মিতাই মেগার শুরু দিকে সাহেবকে বেশ ভয় পেতেন। সেই প্রসঙ্গে এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, 'প্রথম দিকে সাহেবদাকে খুব ভয় পেতাম, শ্যুটিং করতে গিয়ে খুরপি দিয়ে হাতে ব্যথা দিয়ে ফেলেছিলাম'।
আরও পড়ুন: চিতাকে চুমু খেলেন দিব্য়জ্যোতি! ‘আপনার জন্য চন্দ্রবোড়া সাপ রেখেছি…’ খোঁচা নেটিজেনদের
খুরপি দিয়ে হাতে ব্যথা পাওয়ার কথা উঠতেই সাহেব ভট্টাচার্য বলেন, ‘বাবা! সেই দিনের কথা আজও ভুলিনি। মনে হচ্ছে চোখের পলকে এক বছর কাটিয়ে ফেললাম।’
প্রসঙ্গত, হই-হই করে কেক কেটে খাওয়া-দাওয়া করে এলাহি ভাবে 'কথা'র ১ বছর পূর্তি উদযাপন করা হয়। ওই অনুষ্ঠানে সাহেব-সুস্মিতা একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে সুস্মিতার কানে দুল পরিয়ে দিচ্ছেন সাহেব। একটি ফ্যান পেজ তাঁদের এই ভিডিয়ো প্রকাশ করেছিল। ভিডিয়োয় দেখা যায় সাংবাদিকদের সামনে 'কথা'কে দুল পরিয়ে দেন পর্দার ‘পাচকমশাই’।
আরও পড়ুন: কবে মুক্তি পাবে শ্রদ্ধার 'স্ত্রী ৩'? প্রকাশ্য এল ‘ভেড়িয়া ২’, ‘মুঞ্জিয়া’-এর পার্ট ২-এর রিলিজের তারিখও
ভিডিয়োর শুরুতে সাহেব কানের হাতে সুস্মিতাকে বলে ওঠেন, ‘চুলটা ধর একটু।’ তারপর নায়িকাকে কানের দুল পরাতে শুরু করেন অভিনেতা। নায়কের কাণ্ডে হাসতে শুরু করেন সুস্মিতা। কিন্তু প্রথম চান্সে কানের পরাতে ব্যর্থ হলে, রসিকতা করে নায়িকা বলে ওঠেন 'পারবে না(কানের পরাতে পারবেন না সাহেব)।' নায়িকার কথা শুনে সাহেব বলে ওঠেন ‘পারব না?’ তার পর আবার সুস্মিতাকে কানের চুল সরাতে বলেন অভিনেতা। এরপর ক্যামেরার পিছন থেকে অনেকে বলে ওঠেন বড় চ্যালেঞ্জ। তাঁদের এই কথা শুনেই অভিনেতা দেবের 'চ্যালেঞ্জ নিবি না…' গানটি গেয়ে ওঠেন। শেষ পর্যন্ত নায়িকার কানে দুলও পরিয়ে দেন।