রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করায় রীতিমত ফুঁসছে টলিউড। আগামী বৃহস্পতিবার ডিরেক্টরস গিল্ডের তরফে মিটিং ডাকা হয়েছে এই বিষয় নিয়ে। তাঁরা জানিয়েছেন যদি রাহুলের উপর থেকে নিষেধাজ্ঞা না ওঠে তাহলে তাঁরা ডিরেক্টরস গিল্ড পর্যন্ত ভেঙে দিতে পারেন। তবে কি ফেডারেশনের সম্ভাবনা আছে সেক্ষেত্রে সিদ্ধান্ত বদল করার? কী জানালেন প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস?
রাহুলের প্রসঙ্গে কী মত স্বরূপের?
স্বরূপ বিশ্বাস আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন যে ফেডারেশন এখনই রাহুল মুখোপাধ্যায়ের উপর থেকে মোটেই ব্যান টিকছে না। বৃহস্পতিবার আবারও বৈঠক ডাকা হয়েছে সমস্ত গিল্ডকে নিয়ে। তখন আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এদিন আরও জানান ফেডারেশনকে নিয়ে নাকি সকলের মনে অনেকদিন ধরেই অনেক ক্ষোভ জমা হয়েছিল যা এই ঘটনার মাধ্যমে বেরিয়ে এসেছে বা আসছে।
স্বরূপের মতে, 'কলাকুশলীরা ন্যায্য পাওনা পেলে, সঠিক ভাবে কাজ করলে নীতি প্রয়োগের দরকার পড়ে না।' কিন্তু ফেডারেশনের এই কাজের বিরোধিতা করেছেন রাজ, যিনি একদিকে ফেডারেশনের সদস্য আরেকদিকে তৃণমূলের নেতা। সেই বিষয়ে স্বরূপ জানিয়েছেন রাজ রাজের মত জানাতেই পারেন, কিন্তু তাঁর উচিত ছিল আগে ফেডারেশনকে জানিয়ে তারপর অন্য কোথাও মতামত জানানো।
প্রসঙ্গত ইতিমধ্যেই রাহুলের সমর্থনে রাজ চক্রবর্তী সহ মুখ খুলেছেন কুণাল ঘোষ, ঋদ্ধি সেন, অনীক দত্ত, কমলেশ্বর মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, প্রমুখ।
আরও পড়ুন: প্রতিযোগীদের 'জীবন বদলাতে' প্রস্তুত কৌন বনেগা ক্রোড়পতি ১৬, কবে থেকে শুরু হচ্ছে অমিতাভ সঞ্চালিত শো?
কী ঘটিয়েছেন রাহুল?
বাংলাদেশের OTT মাধ্যম চরকির জন্য লহু নামক সিরিজের কথা ছিল রাহুল মুখোপাধ্যায়ের। কলকাতায় শ্যুটিং হওয়ার কথা ছিল, কিন্তু চরকির সমস্যা ছিল এখানকার শর্ত মেনে কাজ করায়। তাই তাঁরা বাংলাদেশে শ্যুটিং করে। আর রাহুল এই সিরিজের পরিচালনা করেন বাংলদেশে গিয়েই ফেডারেশনকে কিছু না জানিয়েই। তাই তাঁকে শাস্তি দেওয়া হয়েছে।