ফারাহ খান এবং তাঁর রাঁধুনি দিলীপ তাঁর নতুন ব্লগে মুম্বই থেকে দিল্লিতে এসেছিলেন। তাঁরা অশ্বিন গ্রোভারের বাড়িতে গিয়েছিলেন। ফারাহ খান তাঁর ব্লগে অশ্বিন গ্রোভারের বাড়ির কিছু ঝলক দেখিয়েছিলেন। তিনি দিলীপের সঙ্গে রসিকতাও করেছিলেন। অশ্বিন, তাঁর স্ত্রী মাধুরী, তাঁর মা এবং দিলীপকে ফারাহর ভ্লগে দেখা গিয়েছে। এই ভ্লগে দিলীপ জানিয়েছেন যে, তিনি দিল্লিতে কাজ করতেন। দিল্লিতে ৩০০ টাকা বেতনে কাজ করতেন।
আরও পড়ুন: পহেলগাম হামলার জেরে আটকে যায় রিলিজ,ভারতছাড়া গোটা বিশ্ব দেখছে ফাওয়াদ-বাণীর প্রেমের ছবি ‘আবির গুলাল’
দিলীপ দিল্লিতে মাত্র ৩০০ টাকা বেতনে কাজ করতেন
যখন ফারাহ খান অশ্বিনের বাড়ি ঘুরে দেখছিলেন, তখন দিলীপ রান্নাঘরে অশ্বিনের মায়ের সঙ্গে কথা বলছিলেন। তিনি অশ্বিনের মাকে বলেছিলেন যে তিনি দিল্লিতে কাজ করেছেন। ভিডিয়োতে, অশ্বিনের মা ফারাহ খানকে বলেন যে, দিলীপ বলছেন যে, তিনি ৩০০ টাকা বেতনে দিল্লিতে কাজ করতেন।
আরও পড়ুন: আরিয়ানের গলায় ইংরাজি গান শুনে মুগ্ধ দিলজিৎ! পাঞ্জাবি তারকাকে ‘ঝপ্পি’ শাহরুখের
আরও পড়ুন: কোন বড় সিদ্ধান্ত নিলেন 'বাহুবলি' খ্যাত অভিনেত্রী অনুষ্কা শেট্টি? মন খারাপ ভক্তদের
ফারাহ বদলে দিয়েছিল দিলীপের জীবন
৩০০ টাকার কথা শুনে ফারাহ খান বললেন যে, তিনি দিলীপকে ২০,০০০ টাকা বেতন দেন। এ ব্যাপারে অশ্বিনের স্ত্রী মাধুরী বললেন কারণ দিলীপ জানতেন যে আপনি ফারাহ খান। এ ব্যাপারে ফারাহ খান বললেন যে তিনি ২০,০০০ টাকা দিয়ে শুরু করেছিলেন। এখন বেতন কত তা জিজ্ঞাসাও করবেন না।
আরও পড়ুন: সুপারস্টার সলমন ৮ ঘণ্টা দেরিতে সেটে পৌঁছান? সিকান্দার পরিচালকের দাবি ভুয়ো, বলছেন অয়ন লাল
ফারাহ খান অশ্বিনের বাড়ির এক ঝলক দেখান সেখানে অশ্বিনের ছবি পুরো বাড়ি জুড়ে দেখা যাচ্ছিল। ফারাহ খান অশ্বিনের দ্বিমুখী আচরণ নিয়েও রসিকতা করেছিলেন। এদিকে, অশ্বিনের মা ফারাহ খান এবং দিলীপের জন্য রান্না করেছিলেন।
আরও পড়ুন: ফের টপার পজিশন হাতছাড়া পরশুরামের! জগদ্ধাত্রী না রাঙামতি, কে হল টিআরপি টপার