উরি হামলার পর ভারতে পাক শিল্পীদের কাজ করার উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি ছিল। কাপুর অ্যান্ড সনস ছবিতে দুর্দান্ত অভিনয়ের পর গোটা ভারতের নয়নের মণি হয়ে উঠেছিলেন ফাওয়াদ খান। যদিও এই পাক অভিনেতা ‘হামসফর’, ‘জিন্দেগি গুলজার হ্যায়’র মতো ড্রামার সুবাদে আগে থেকেই জনপ্রিয় ছিলেন এলওসি-র এপারে।
দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকার পর চলতি বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল, আবির গুলাল ছবির মাধ্যমে বলিউডে ফিরছেন ফাওয়াদ খান। এই ছবি নিয়ে উত্তেজিত ছিল ফাওয়াদ ভক্তরা। ছবিতে বাণী কাপুরের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে ফাওয়াদকে।
কিন্তু আবির গুলাল মুক্তির আগেই পহেলগাম হামলা ঘটে, এবং এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বেড়ে যায়। ফলস্বরূপ আটকে যায় আবির গুলালের মুক্তি। দীর্ঘ টালবাহানার পর আজ ১২ সেপ্টেম্বর, ভারত ব্যতীত বিশ্বব্যাপী মুক্তি পেল আবির গুলাল।
অন্তত বলিউড হাঙ্গামার শেয়ার করা সর্বশেষ প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, "আবির গুলাল আজ অর্থাৎ 12 সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে। ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড (ইউকে) এর টিম নাকি দুই সপ্তাহ পরে, অর্থাৎ ২৬ সেপ্টেম্বর ভারতে এই ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিজেদের ছবি নিয়ে আত্মবিশ্বাসী তাঁরা। এই সহজ এবং মিষ্টি প্রেমের গল্প ভারতীয় সিনেপ্রেমীদের মন জিতবে বিশ্বাস তাঁদের।
তবে এখনও ছবির প্রধান অভিনেতা বা নির্মাতাদের পক্ষ থেকে এ ধরনের কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। যদিও কিছু ভক্ত ফাওয়াদকে আবার ভারতীয় পর্দায় দেখার জন্য উত্তেজিত হবেন, তবে অনেক নেটিজেন আছেন যারা অপারেশন সিঁদুর নিয়ে অভিনেতার মন্তব্যের পরে বলিউডে তাঁর প্রত্যাবর্তনের বিরোধিতা করতে পারেন। ফাওয়াদ এই বছরের এপ্রিলে পহেলগাম হামলার নিন্দা করেছিলেন। কিন্তু পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে ভারত অপারেশন সিঁদুর মিশনের নিন্দা করেন ফাওয়াদ। এটিকে 'লজ্জাজনক হামলা' বলে অভিহিত করেছিলেন অভিনেতা।