পুজোর আগে একগুচ্ছ নতুন মেগার পথচলা শুরু হয়েছে। যদিও অবস্থা তথৈবচ। বরং পুরনোদের বাজারই রমরমা। তারমধ্যে টপারের পজিশন থেকে ছিটকে গিয়েছে পরশুরাম। বহুদিন বাদে সেই জায়গা নিল পরিণীতা। প্রাপ্ত রেটিং ৬.৯। আর ফলত স্লট হারাল পরশুরাম। সঙ্গে নেমে এল তৃতীয় স্থানে। প্রাপ্ত রেটিং ৬.৫। আর দ্বিতীয় স্থানে রাঙামতি তীরন্দাজ।
চতুর্থ স্থান যৌথভাবে দখলে রাখল জগদ্ধাত্রী ও রাজরাজেশ্বরী রানী ভবানী। দুজনেরই রেটিং এল ৬.৪। বরং উল্লেখযোগ্যভাবে নম্বর কমল চিরসখার। নেমে গেল সোজা সপ্তম স্থানে। এল মাত্র ৫.৮ রেটিং। পঞ্চম স্থানেও রয়েছে দুটি মেগা। চিরদিনই তুমি যে আমার ও ফুলকি। ষষ্ঠস্থানে আমাদের দাদামণি ধারাবাহিকটি।
দেখে নিন টিআরপি-র সেরা দশ তালিকা:
প্রথম: পরিণীতা (৬.৯)
দ্বিতীয়: রঙামতি তীরন্দাজ (৬.৬)
তৃতীয়: পরশুরাম (৬.৫)
চতুর্থ: জগদ্ধাত্রী/ রাজরাজেশ্বরী রানী ভবানী (৬.৪)
পঞ্চম: চিরদিনই তুমি যে আমার/ ফুলকি (৬.১)
ষষ্ঠ: আমাদের দাদামণি (৫.৯)
সপ্তম: চিরসখা (৫.৮)
অষ্টম: কথা (৫.৫)
নবম: অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ (15 min) (৫.১)
দশম: কোন গোপনে মন ভেসেছে (৪.৮)
কম্পাস, লক্ষ্মী ঝাঁপি, কনে দেখা আলো, এই তিনটে মেগাই সদ্য শুরু হয়েছে। তবে কেউই এখন জমিয়ে বসতে পারেনি। তুই আমার হিরো (৪.৬)-র কাছে স্লট হারাচ্ছে কম্পাস (২.৯)। এদিকে লক্ষ্মী ঝাঁপি (৪.৬)-কে হাবুডুবু খাওয়াল চিরদিনই তুমি যে আমার (৬.১)। আর কনে দেখা আলো (৪.২)-কে বলে বলে গোল দিল অনুরাগের ছোঁয়া আর গৃহপ্রবেশের প্রথম ১৫ মিনিট।
একইসঙ্গে চলতি সপ্তাহে এসেছে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো-র গ্র্যান্ড ফিনালের টিআরপি। শেষেও সেভাবে ছাপ ফেলতে পারল না বাংলার নম্বর ১ ডান্স রিয়েলিটি শো। এবারের সিজনের প্রথম থেকেই টিআরপি কম। গ্র্যান্ড ফিনালেতেও উঠল মাত্র ৬.১ রেটিং।