২০২৫ সাল যেন শুধুই মৃত্যুর বার্তা বয়ে নিয়ে আসছে। তবে এবার যে খবরটি শুনতে পাওয়া গেল, তার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিলেন না। মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বলিউডের অন্যতম বিখ্যাত গায়ক জুবিন গর্গ।
জানা গিয়েছে, কাজের সুত্রে সিঙ্গাপুরে ছিলেন জুবিন। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে আচমকা গুরুতর আঘাত লাগে তাঁর। তড়িঘড়ি সিঙ্গাপুরের হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় না। মাত্র ৫২ বছর বয়সে সিঙ্গাপুরের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
সূত্র অনুযায়ী আরও জানা গিয়েছে, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার কথা ছিল গায়কের। অনুষ্ঠানের আগে সময় কাটাতে সিঙ্গাপুরে প্যারাগাইডিং করতে যান তিনি। কিন্তু প্যারাগ্লাইডিং করার সময় আচমকা সমুদ্রের মধ্যে পড়ে যান গায়ক।
বেশ কিছুক্ষণ অচৈতন্য অবস্থায় সমুদ্রের মধ্যে ভাসতে থাকেন জুবিন। খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় সিঙ্গাপুর পুলিশ। অচৈতন্য অবস্থাতেই তাঁকে ভর্তি করানো হয় সিঙ্গাপুরের বেসরকারি হাসপাতালে। কিন্তু আইসিইউতে চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা আর হল না।
হাসপাতালে সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে, গুরুতর আঘাত পাওয়ায় বাঁচানো যায়নি জুবিনকে। মাত্র ৫২ বছর বয়সেই জীবনের পথচলা শেষ হয়ে গেল তাঁর। শুক্রবার বিকেলে আসামের ক্যাবিনেট মন্ত্রী অশোক সিংঘল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
X হ্যান্ডেলে ক্যাবিনেট মন্ত্রী লেখেন, ‘আমাদের প্রিয় জুবিন গর্গের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা। আসাম শুধুমাত্র একটা কন্ঠস্বর নয়, হারালো নিজের হৃদস্পন্দন। জুবিন শুধু একজন গায়ক ছিলেন না, গোটা অসমের গর্ব ছিলেন তিনি। তাঁর গানের মাধ্যমে বারবার গর্বিত হয়েছে অসম। এই ক্ষতি সত্যি অপূরণীয়।’
জন্মসূত্রে অসমের মানুষ হলেও গোটা দেশের তথা বিদেশের মানুষের কাছে ভীষণ পরিচিত জুবিন। ১৯৯২ সালে প্রথম পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। হিন্দি চলচ্চিত্র ছাড়াও বাংলা চলচ্চিত্রে গান গেয়ে বিখ্যাত হয়েছেন তিনি। অসমিয়া ছবিতে অভিনয়ও করতে দেখা গিয়েছিল এই গায়ককে।
তবে ‘গ্যাংস্টার’ ছবিতে ‘ইয়া আলি’ গানটি গেয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন গায়ক। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘পিয়া রে’, ‘মন মানে না’ সহ বহু জনপ্রিয় গান গেয়েছেন তিনি। জুবিনের এই মৃত্যু সঙ্গীত জগতের একটি অপূরণীয় ক্ষতি হয়ে রইল।