বলিউড অভিনেতা শাহরুখ খান বর্তমানে তাঁর ছেলে আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর প্রচারে ব্যস্ত। ছেলের প্রচারে এক ইঞ্চি জমি ছাড়তে না-রাজ বাদশা। সম্প্রতি, নির্মাতারা সিরিজের একটি নতুন গান প্রকাশ করেছেন, যা দেখে হয়রান দর্শক। তেনু কি পাতা শীর্ষক এই গানটি দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে গেয়েছেন খোদ আরিয়ান খান।
পরিচালক,লেখকের পর এবার গায়ক আরিয়ান! শাহরুখ পুত্রের এই অজানা গুণ দেখে মুগ্ধ নেটপাড়া। শাহরুখ গানটি তৈরির বিটিএস মুহুর্তগুলি নিয়ে একটি মিষ্টি পোস্ট শেয়ার করেছেন এবং দিলজিৎকে ধন্যবাদ জানিয়েছেন। শাহরুখ খান দিলজিৎ দোসাঞ্জকে ভালবাসা পাঠিয়ে ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে আরিয়ান হাসছেন এবং গানটি রেকর্ড করার সময় দিলজিতের সাথে মজাদার কথোপকথন করছেন। দিলজিৎকে নিজের গিটার স্কিল দিয়ে মুগ্ধ করলেন আরিয়ান। রেকর্ডিং সেশনের সময় দুজনকে শাহরুখকে ভিডিওতে কল করতে দেখা যায়, যেখানে শাহরুখকে বলতে শোনা যায়, ‘এবার আরিয়ানও বিখ্যাত হবে’। শুধু তাই নয়, ভিডিওর শেষের দিকে যখন দিলজিৎ আরিয়ানের গাওয়া গানের ইংরাজি লাইন শুনতে পেলেন, তখন রীতিমতো অবাক কণ্ঠে বলে ওঠেন, ‘এটা তুমি গেয়েছো?’
ভিডিওটি শেয়ার করে শাহরুখ লেখেন, ‘দিলজিৎ পাজিকে আন্তরিক ধন্যবাদ আর বড় ঝাপ্পি (আলিঙ্গন)। আপনি খুব দয়ালু এবং মিষ্টি। আশা করি আরিয়ান তোমাকে খুব বেশি কষ্ট দেয়নি। তোমাকে ভালোবাসি’। শাহরুখের পোস্টে দিলজিৎ লেখেন, ‘আমার ভাই আরিয়ানের সঙ্গে কোলাব। আরিয়ান দুর্দান্ত গায়ক। যদি তিনি সঙ্গীতের জগতে প্রবেশ করেন, তাহলে আমাদের সাবধান থাকতে হবে'।

তেনু কি পাতা-তে মনোজ পাহওয়া এবং বাদশাকে বক্সিং রিংয়ে লড়াই করতে দেখা যাচ্ছে, মনোজ তাঁকে একটি ঘুষি দিয়ে পরাজিত করে। উজ্জ্বল গুপ্তের সুর এবং কুমারের লেখা গানটি গেয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, উজ্জ্বল এবং আরিয়ান খান।
লক্ষ্য এবং সাহের বাম্বার জুটিকে লিড রোলে পাওয়া যাবে এই সিরিজে। এতে আরও অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মণীশ চৌধুরী, রাঘব জুয়াল, আনিয়া সিং, বিজয়ন্ত কোহলি এবং গৌতমী কাপুর। এ ছাড়া স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে থাকছেন খোদ শাহরুখ, তাঁর সলমন খান,আমির খান, চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবং রণবীর সিংয়ের মতো তারকারা। শোটি ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।