সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। আর তার মাধ্যমে দাবি করা হচ্ছে যে, একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবিটিতে খাটে শোওয়া অবস্থায় দেখা যাচ্ছে দীপিকাকে। হাসপাতালের বিছানার পাশে রণবীর দাঁড়িয়ে। তাঁর হাতেই ছোট্ট ছেলেটি, নরম তোয়ালেতে জড়ানো। আর এই ছবি দেখে প্রাথমিকভাবে অনেকেরই মনে হয়, বুঝি বা জলদি সন্তান প্রসহ করেছেন এই দম্পতি।
তবে এই ছবি মর্ফ করা। বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রয়েছেন তিনি। সেপ্টেম্বর মাসে ডেলিভারি হওয়ার কথা রয়েছে। প্রথম সন্তানের অপেক্ষায় অধীর দীপবীর জুটি। আপাতত কোনও কাজ করছেন না দীপিকা। ৩৮ বছরের অভিনেত্রী রয়েছেন বিশ্রামেই। কখনো মুম্বই আবার কখনও মা-বাবার কাছে বেঙ্গালুরুতে সময় কাটাচ্ছেন।
আরও পড়ুন: রয়েছে ৩টি শো, অশান্ত বাংলাদেশ যাওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা অদিতি মুন্সি
মার্চ মাসে সন্তান আসার খবর শেয়ার করে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তবে এরপর অনেক জলঘোলা হয় দুজনকে নিয়ে। প্রায় ৫ মাস অবধি সেভাবে বেবিবাম্প দেখা যায়নি তাঁর। ফলে অনেকেরই ধারণা হয়, হয়তো বা তাঁরা সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিচ্ছেন।
আরও পড়ুন: অগ্নিগর্ভ বাংলাদেশ! ছাত্রদের শুভেচ্ছা জানালেন শাকিব খান, কোন কাজ করতে করলেন বারণ